/indian-express-bangla/media/media_files/2025/08/24/dharmendra-2025-08-24-15-49-59.jpg)
কী বললেন তাঁর প্রথম স্ত্রী?
১৯৬০ সালে অভিনয়ে পা রাখার আগেই ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। তারপরই সন্তানের বাবা-ও হন তিনি। ১৯৭০ সালে হেমা মালিনীর সঙ্গে তাঁর দেখা হয়, সেই সময় তিনি চার সন্তানের বাবা। তবুও হেমা ও ধর্মেন্দ্রর প্রেম ধীরে ধীরে টক অফ দ্যা টাউন হয়ে ওঠে এবং ‘শোলে’র শুটিংয়ের সময় তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও স্পষ্ট হয়ে ওঠে। অবশেষে ১৯৮০ সালে তাঁরা বিয়ে করেন। ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ছেড়ে না গিয়েই হেমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
এই ঘটনা নানা বিতর্কের জন্ম দেয়। কেউ দাবি করেন, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা সত্ত্বেও হেমাকে বিয়ে করতে ধর্মেন্দ্র ধর্ম পরিবর্তন করেছিলেন, আবার কেউ তাঁকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দেন। প্রকাশ কৌর সবসময় প্রচারের আড়ালে থেকেছেন, তবে হেমার সঙ্গে স্বামীর বিয়ের পর প্রকাশ ধর্মেন্দ্রকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন।
১৯৮১ সালে স্টারডাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ বলেন, "শুধু আমার স্বামী কেন? যে কোনও পুরুষই আমার চেয়ে হেমাকে বেছে নিত।" তিনি আরও প্রশ্ন তোলেন, "অর্ধেক ইন্ডাস্ট্রিই তো একই কাজ করছে, তাহলে আমার স্বামীকে নারীবিদ্বেষী বলার সাহস কোথা থেকে আসে?" একই সাক্ষাৎকারে প্রকাশের মন্তব্য, “প্রায় সব নায়কই পরকীয়া করছে ও দ্বিতীয়বার বিয়ে করছে। আমার স্বামী হয়তো নিখুঁত স্বামী নয়, তবে, তিনি কিন্তু তিনি দারুণ বাবা। তাঁর সন্তানরা তাঁকে ভীষণ ভালোবাসে, তিনি কখনও তাদের অবহেলা করেননি।"
হেমা সম্পর্কে প্রকাশ বলেন, “আমি বুঝি হেমা কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। ওকেও তো সমাজ, আত্মীয়-পরিজন, বন্ধুদের মুখোমুখি হতে হয়েছে। তবে আমি যদি হেমার জায়গায় থাকতাম, এই সিদ্ধান্ত নিতাম না। একজন নারী হিসেবে তার অনুভূতি বুঝি, কিন্তু স্ত্রী ও মা হিসেবে তা মেনে নিতে পারিনি।”
দ্বিতীয় বিয়ের পরও প্রকাশ জানিয়েছিলেন, ধর্মেন্দ্রই তাঁর জীবনের প্রথম ও শেষ পুরুষ। সন্তানদের বাবা হিসেবে তিনি ধর্মেন্দ্রকে সবসময় শ্রদ্ধা করবেন। তাঁর কথায়, “যা ঘটেছে, তা মেনে নিয়েছি। জানি না স্বামীকে দোষ দেব কি ভাগ্যকে। তবে প্রয়োজনে ও সবসময় তিনি, আমার পাশে থেকেছেন।” ধর্মেন্দ্র ১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে- সানি দেওল, বিজেতা দেওল, আজেয়তা দেওল এবং ববি দেওল। অন্যদিকে, হেমা মালিনীর সঙ্গে দ্বিতীয় সংসারে তাঁর দুই কন্যা এষা দেওল ও অহনা দেওল।