৮৯ বছরে পা দিলেন ধর্মেন্দ্র। আজ দুপুর গড়াতেই দুই ছেলের সঙ্গে মিলে নিজের জন্মদিন উদযাপন করলেন তিনি। আর একথা অনেকেই জানেন, ধর্মেন্দ্রর মত প্রেমিক মানুষ আর দুটি হয় না। আর একথা তাঁর সন্তানরাও জানেন। এমনকি ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। যেমন তাঁকে দেখতে সুপুরুষ ছিল, তেমনই বহু রমণীর মন কেড়ে নিয়েছেন তিনি।
আর আজ এতবছর পরেও সেই চার্ম। অভিনেতাকে দেখা গেল ভক্তদের সঙ্গে ৫তলা কেক কাটতে। শুধু তাই নয়, অভিনেতার নানা বয়সের ছবি ছিল সেখানে। অভিনেতা এই বয়সেও যেভাবে তাঁর অনুরাগীদের সঙ্গ দিলেন, সেটা দেখার মত। কিন্তু, অভিনেতাকে নিয়ে সানি দেওল কী বলেছিলেন জানা আছে? ছেলের সামনে যখন বাবার গুণকীর্তন ফাঁস হয়েছিল, সেদিন সানি হাসা ছাড়া আর কোনও উপায় পাননি।
সানি এখন নিজেই ৬৭ বছরের। কিন্তু বাবা এই বয়সে নায়িকাকে চুমু খেয়েছেন শুনে সেদিন বেশ অবাক হননি সানি। আসলে, ঘটনা ঘটেছে যখন রকি আর রানি কী প্রেম কাহানি ছবিতে ধর্মেন্দ্র শাবানা আজমিকে চুমু খেয়েছিলেন। সেই নিয়ে প্রচুর চর্চা হয়। এবং অভিনেতা তখন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কাউকে চুমু খাওয়া তাঁর বা হাতের খেল। আর এই নিয়েই যখন সানিকে প্রশ্ন করা হয়েছিল ..
বাবার কীর্তির কথা শুনে হেসে উঠেছিলেন তিনি। সঙ্গে এও বলেছিলেন, "আমার বাবা এমনই। বাবা বোধহয় এমনি মানুষ, যে এমন দৃশ্যে অভিনয় করেও একদম শান্ত থাকতে পারেন। এতটা ক্যাজুয়াল থাকতে পারেন যে ভাবাও যায় না। এটুকু বলেই হেসে ফেলেন তিনি।" এমনকি, ধর্মেন্দ্রকে নিয়ে এক রহস্য ফাঁস করেছিলেন অমিতাভ নিজেও।
আমির খান যখন জিজ্ঞেস করেছিলেন জয়া বচ্চন কার সঙ্গে অভিনয় করলে অমিতাভ রাগে জ্বলতেন? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিতাভ বলেছিলেন, "ধর্মেন্দ্র! জয়া বলেও দিয়েছিলেন, এরকম সুন্দর পুরুষ তিনি একটাও দেখেননি। তো, আমি জানতাম যে এই ইন্ডাস্ট্রিতে জয়ার কাকে পছন্দ।" উল্লেখ্য, ধর্মেন্দ্রকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের ছবিতে।