Dharmendra Eye Surgery: মঙ্গলবার সকালে আচমকা সেলেব পাপারাজ্জিদের ক্যামেরবন্দি ৯০ ছুঁই ছুঁই বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। তাঁকে দেখে যেন খানিক চমকে গিয়েছেন খোদ ছবি শিকারিরাও। ঢিলেঢালা জামা, মাথায় চুপি আর ডান চোখে ব্যান্ডেজ বেঁধে গাড়িতে উঠছেন বর্ষীয়ান অভিনেতা। তাঁকে দেখেই ধর্মেন্দ্রর দিকে ছুটে গিয়েছেন প্যাপেরা।
তিনি জানান, চোখে একটা ছোট্ট অস্ত্রোপচার হয়েছে যার নাম Eye grafting Surgery। বার্ধক্যজনিত কারণে চোখের কর্নিয়া খারাপ হয়ে গেলে সেটি বদলে ফেলা হয়। ফলে দৃষ্টিশক্তি উন্নত হয়। ধর্মেন্দ্রও সেই অস্ত্রোপচারই করেছেন। বয়স বাড়লেও মনের জোর কিন্তু, বিন্দুমাত্র কমেনি। আজও তাঁর কথা শুনলে মনে হয় ধর্মেন্দ্র যেন সেই শোলের 'বীরু'।
ডান চোখে ব্যান্ডেজ দেখে পাপারাজ্জি ও ভক্তরা চিন্তিত হলেও, ধর্মেন্দ্র কিন্তু, একদম 'কুল'। চোখে ব্যান্ডেজ বেঁধে গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের বললেন, 'এখনও আমার মধ্যে আগের মতোই এনার্জি আছে। আমি স্ট্রং। Eye graft হয়েছে। এখন আমি বাড়ি ফিরছি। আমার ভক্ত, বন্ধু ও সিনেমার দর্শকদের জন্য অনেক ভালবাসা।' এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেলেব পাপারাজ্জি ভিরাল ভায়ানি শেয়ার করতেই ভক্তরা জানতে চেয়েছেন এখন তিনি কেমন আছেন? কেউ প্রশ্ন করেছেন, কী হয়েছে কেউ আবার সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
ভক্তরা ধর্মেন্দ্রর দ্রুত আরোগ্য কামনা করছেন। তিনি যাতে নিজের খেয়াল রাখেন সেই কথাও কমেন্ট বক্সে লিখেছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার অনুরাগীরা। গত ডিসেম্বরে ৮৯ তম জন্মদিন পালন করেছেন ধর্মেন্দ্র। জীবনের এই বিশেষ দিনটি সানি দেওল ও ববি দেওলের সঙ্গে সেলিব্রেট করেছিলেন।
ভক্ত ও পাপারাজ্জরাও হাজির ছিলেন অভিনেতার জন্মদিনে। বিশালাকার জন্মদিনের কেক কেটে বার্থডে সেলিব্রেটের মুহূর্ত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০২৩-এ করণ জোহরের Rocky Aur Rani Kii Prem Kahaani-তে শেষবার দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে। Sriram Raghavan-এর Ikkis-এ ও অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি Agastya Nanda।