Advertisment
Presenting Partner
Desktop GIF

৩ দিন পরেই ছিল জন্মদিন, তাঁর আগেই প্রয়াত 'ধুম' এর পরিচালক!

হঠাৎ করেই অঘটন! শোক বলিউডে

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sanjay gadhvi, sanjay gadhvi passed away, sanjay gadhvi director passes away, sanjay gadhvi news, sanjay gadhvi death, director death, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

প্রয়াত পরিচালক

ঘটনা যেকোনও সময় ঘটতে পারে, ফের এক দুঃসংবাদ বলিউডে। জন্মদিনের তিনদিন আগেই প্রয়াত পরিচালক। উপহার দিয়েছেন ধুয়াধার সব ছবি।

Advertisment

মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বলিউড। ধুম ছবির পরিচালক সঞ্জয় গাধবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ২০০৪ সালে হৃতিক রোশন অভিনীত ধুম এবং ২০০৬ সালে এর সিক্যুয়েল বানিয়েছিলেন তিনি। আর মাত্র তিনদিন পরেই ছিল ৫৭ বছরের জন্মদিন। তাঁর আগেই শেষ হল জীবনের অধ্যায়।

পরিচালকের মেয়ে সঞ্জিনা গাধবী খবরে সিলমোহর দিয়েছেন।  তিনি পিটিআইকে জানিয়েছেন, আজ সকাল ৯: ৩০ টার সময় বাবা মারা গিয়েছেন। জানি না কী করে এটা হল। সভবত হার্ট এ্যাটাক। অসুস্থ ছিলেন না। তিনি সম্পূর্ন সুস্থ ছিলেন। কী করে কী হয়ে গেল বুঝলাম না। স্ত্রী এবং দুই মেয়েকে রেখেই না ফেরার দেশে পরিচালক।

একের পর এক, নানা ছবি পরিচালনা করেছেন তিনি। যশ রাজ ফিল্মসের ব্যানারে নানা ছবির দায়ভার কাঁধে নিয়েছিলেন। তেরে লিয়ে ছবির মাধ্যমেই শুরু। তারপর মেরে ইয়ার কী শাদি হ্যায়, কিডন্যাপ এর মত ছবি পরিচালনা করেছেন। ২০১০ সাল পর্যন্ত লাগাতার ছবি পরিচালনা করেছেন তিনি।

bollywood Entertainment News
Advertisment