একসঙ্গে ধ্রুব, দেব ও মহেন্দ্র সোনি। সিনেমহল চমকাবেন তো বটেই। কারণ 'আমাজন অভিযান'-এর পর আবার ভেঙ্কটেশের সঙ্গে জুটি বাঁধছেন দেব। এবারে যাত্রা হবে ইতিহাসের পথ ধরে চিত্রনাট্যের গহ্বরে। বুঝতে একটু অসুবিধে হচ্ছে তো! পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবিতে দেখা যাবে অভিনেতা দেবকে। এদিন টুইট করে একথা স্পষ্ট করলেন প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি।
তবে পরিচালকের গুপ্তধন সিরিজ নয়, সম্পূর্ণ আলাদা চিত্রনাট্য নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। ধ্রুধ্রুব বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ছবি তৈরি হচ্ছে নিজস্ব চিত্রনাট্যে। এদিকে টলিউডের এই প্রযোজনা সংস্থার সঙ্গে বহু কমার্শিয়াল ব্লকবাস্টার ছবি করেছেন দেব।
পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় বললেন, ''দেব ও এসভিএফের একসঙ্গে না এলে এই স্বপ্নের প্রজেক্টটার কথা ভাবতেই পারতাম না। আমি উচ্ছ্বসিত যে তারা দু'জনই দ্বিতীয়বার না ভেবে কেবলমাত্র ভাল সিনেমার জন্য আত্মবিশ্বাসকে দৃঢ় করেছেন''।
আরও পড়ুন, ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড, শিল্পীদের সম্মানে দুই বাংলার সম্প্রীতি
ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা-সাংসদ দেব বলেন, ''ভেঙ্কটেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়েই ভাল। পরিচালনা ও চিত্রনাট্যের বিষয়ে ধ্রুব অত্যন্ত প্রতিভাশালী। এই চরিত্রটার জন্য ও আমাকে ভেবেছে সে কারণে কৃতজ্ঞ। নিজের সমস্তটা দিয়ে চরিত্রটা সফল করার চেষ্টা করব''।
প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি বলেন, ''আমরা নিশ্চিত ধ্রুবর বিগত ছবি দুটোর মতে এই ছবিও বক্সঅফিসে রাজত্ব করবে''। প্রসঙ্গত, এ বছরের শেষের দিকে শুটিং শুরু হবে এই ছবির। ২০২০-তে মুক্তি পাবে এই ছবি।