অভিনেতা ধ্রুব সরকারকে দর্শক বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছেন, যার মধ্যে বেশিরভাগই ছিল নেগেটিভ শেডের চরিত্র। এবার কালারস বাংলা-র 'চিরদিনই আমি যে তোমার' ধারাবাহিকে নতুন একটি চরিত্রে এলেন ধ্রুব সরকার। এই চরিত্রটি বেশ কিছুটা সময় অনু ও রণর জীবনে সমস্যা তৈরি করবে।
গল্প অনুযায়ী এখনও পর্যন্ত দেখা গিয়েছে পাহাড়ে হনিমুন করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে রণ। প্রাণে বেঁচে গেলেও এখন সে হুইলচেয়ার-বন্দি। এই অবস্থায় তার যাবতীয় দেখাশোনার দায়িত্ব তুলে নেয় অনু। ওদিকে রণ জানে না যে তার ফ্যাক্টরির শ্রমিকেরা বিক্ষোভ দেথিয়েছে বকেয়া পারিশ্রমিকের জন্য। এই খবরটি জানতে পেরে সে অত্যন্ত অস্থির হয়ে পড়ে। রণকে আশ্বস্ত করার জন্য ঘটনাস্থলে পৌঁছে অনুরাধা শ্রমিকদের প্রতিশ্রুতি দেয় যে ১৫ দিনের মধ্যে তারা বকেয়া টাকা পেয়ে যাবে।
আরও পড়ুন: শীর্ষে রইল ‘কৃষ্ণকলি’, চতুর্থ স্থানে ‘শ্রীময়ী’
অনুর এই প্রতিশ্রুতিতে অত্যন্ত ক্রুদ্ধ হয় রণর পরিবার। কারণ তাদের সঙ্গে ভালমতো কথা না বলেই এই সিদ্ধান্ত নেয় অনুরাধা। পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। রণ অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ে। অনুরাধা ঠিক করে শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে সে অনুরোধ করবে কাজ চালিয়ে যাওয়ার জন্য। এই সূত্রেই তার সঙ্গে দেখা হয়ে যায় আনসারি ভাইয়ের সঙ্গে, যে চরিত্রে এলেন ধ্রুব সরকার।
কালারস বাংলা সূত্রে জানা গিয়েছে, 'চিরদিনই আমি যে তোমার' ধারাবাহিকের এই নতুন চরিত্রটি অত্যন্ত রুক্ষ মেজাজের। অনু যখন আনসারি ভাইয়ের কাছে পৌঁছয়, তখন সে অত্যন্ত বিরক্ত হয়। এমনকী রণকেও ফোন করে জানতে চায় যে সে তার স্ত্রীকে পাঠিয়েই দায় সারতে চাইছে কেন? অনুরাধা এই ব্যবহারে আহত হলেও ঠিক করে যে প্রত্যেক শ্রমিকের বাড়ি বাড়ি গিয়ে কাজ বন্ধ না করার অনুরোধ জানাবে।
ওদিকে আনসারি ভাই তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে বকেয়া পারিশ্রমিক না পেলে অবিলম্বে সব শ্রমিকেরা ধর্মঘট করবে। আনসারি ভাই কি শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে অনড় থাকবে নাকি অনুরাধার অনুরোধ মেনে নেবে, তা ক্রমশ প্রকাশ্য।