/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/DIYA-MIRZA.jpg)
দিয়া মির্জা ও সাহিল সাংঘা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
পাঁচ বছর আগে ডিসেম্বর ব্যবসায়ী সাহিল সাংঘার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিয়া মির্জা। এদিন রহেনা হ্যায় তেরে দিল মে অভিনেত্রী জানালেন, আলাদা হচ্ছেন তারা। তবে কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত তা অবশ্য জানা যায়নি। দিয়া মির্জা বলেন, দুজনের সম্মতিতেই বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। অভিনেত্রী লিখেছেন, ''১১ বছর একসঙ্গে জীবন কাটানোর পর একসঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে বন্ধুত্ব বজায় থাকবে। রাস্তা আলাদা হলেও দুজনের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা থাকবে।''
— Dia Mirza (@deespeak) August 1, 2019
সেই সঙ্গে নায়িকা এও পরিস্কার জানিয়েছেন, বিচ্ছেদ নিয়ে আর কোনও কথা বলতে চান না তিনি। সাংবাদমাধ্যম তাকে যেন বিরক্ত না করে। টুইটে দিয়া লিখেছেন, ''আমাদের পরিবার ও বন্ধুরা প্রত্যেকে বুঝেছেন এবং পাশে রয়েছেন। মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ তারা এতদিন যেমন পাশে থেকেছেন এই সময়েও থাকবেন। এই পরিস্থিতিতে একান্ত সময়ের প্রয়োজন। এই বিষয়টি নিয়ে আমরা আর কোনও কথা বলতে চাই না।''
আরও পড়ুন, তেরো বছর পর বলিউডে ফিরছেন শিল্পা শেট্টি
২০১৪ সালের ১৮ ডিসেম্বর ব্যবসায়ী সাহিল সাংঘার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিয়া মির্জা। তারা নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলেও, কারণ খুঁজে বেড়াচ্ছে বলিউড। তবে সদুত্তর মেলেনি।
Read the full story in English