তাঁর সঙ্গেই জীবনের শেষ ছবিটা করে গিয়েছেন সুশান্ত। তদন্তের স্বার্থে পুলিশের কাছে হাজিরা দিতে দিল্লি থেকে মুম্বই এসেছিলেন 'দিল বেচারার' অভিনেত্রী সঞ্জনা সিং। এবার ফেরার পালা। ঘরের ফেরার আগে মুম্বইকে বিদায় জানালেন সঞ্জনা।
সোশ্যাল মিডিয়ায় সঞ্জনা লেখেন, "বিদায় মুম্বই। চার মাস পর দেখা হল, এবার দিল্লি ফিরে যাচ্ছি। এবার মুম্বইয়ের রাস্তা অসম্ভব রকম শান্ত আর খালি খালি লাগল। হতে পারে আমার মন ভালো নেই বলে, অথবা হতে পারে তোমারো মন খারাপ। দেখা হবে, হয়তো খুব শিগগির, হয়তো না"।
স্বজনপোষণ বিতর্কের জের! নেপোমিটারে যাচাই হবে ছবির নিরপেক্ষতা
আগামী ২৪ জুলাই অনলাইনেই মুক্তি পাবে সুশান্ত সঞ্জনার ছবি 'দিল বেচারা'। ডিজনি প্লাসে মুক্তি পেলেও সাবস্ক্রিবশন ছাড়াই সবাই দেখতে পাবে এই ছবি। সুশান্তকে শেষবারের মতো পর্দায় দেখা যাবে বলে ছবি নিয়ে হৈচৈ শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে।
সুশান্ত ভক্তের বড়ো অংশ আবেদন জানিয়েছিল প্রয়াত অভিনেতার শেষ ছবি মুক্তি পাক প্রেক্ষাগৃহে। কিন্তু এই প্রসঙ্গে সঞ্জনা দর্শকদের উদ্দেশে বলেছেন, "এই পরিস্থিতিতে যা অসম্ভব, তার জন্য জোর না করে, বিক্ষোভ না দেখিয়ে, আসুন, একটা কীংবদন্তির জীবন উদযাপন করি। দুঃখ যা পেয়েছি, সেটাই যথেষ্ট, আর না বাড়াই। বড়ো পর্দা হলো না, মন তো বড়ো করতেই পারি"।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন