scorecardresearch

“তোমার জীবনের গল্প এভাবে শেষ হোক তা চাইনি”, সুশান্ত স্মৃতিকে বিহ্বল ফারহা

দিল বেচারার টাইটেল ট্র্যাকের গানটির জন্য কীভাবে নিজের সেরাটা দিয়েছিলেন অভিনেতা সেই ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও এদিন শেয়ার করেন ফারহা।

“তোমার জীবনের গল্প এভাবে শেষ হোক তা চাইনি”, সুশান্ত স্মৃতিকে বিহ্বল ফারহা
অভিনেতার সঙ্গে 'বিহাইন্ড দ্য সিন' ভিডিও এদিন শেয়ার করেন ফারহা।

একটা মৃত্যু এতটা গভীর ক্ষত তৈরি করে দিয়ে যাবে তা হয়তো অভিনেতা নিজেও জানতেন না। জানত না বলিউডও। সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যু প্রতি মুহুর্তে বলিউডে সেই স্মৃতির ক্ষতকেই জাগিয়ে তুলছে। সুশান্তের কাজ করা শেষ ছবি ‘দিল বেচারা’-এর টাইটেল ট্র্যাক এবং ট্রেলার প্রকাশ্য আসতেই ছলকে উঠল স্মৃতির ভাঁড়ার।

শনিবার সুশান্ত স্মৃতিতে ফের বিহ্বল হলেন কোরিয়োগ্রাফার ফারহা খান। দিল বেচারার টাইটেল ট্র্যাকের গানটির জন্য কীভাবে নিজের সেরাটা দিয়েছিলেন অভিনেতা সেই ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও এদিন শেয়ার করেন ফারহা। রিহার্সালের সেই ভিডিওতে যেন সুশান্ত আরও জীবন্ত হয়ে ধরা দিলেন অনুরাগীদের কাছে।

আরও পড়ুন, করোনা আক্রান্ত অমিতাভ ও অভিষেক বচ্চন, ভর্তি হাসপাতালে

এদিন ভিডিওটি টুইট করে ফারহা লেখেন, “আমি তোমার অক্লান্ত পরিশ্রম এবং প্রতিভাকে মনে রাখব আজীবন। আসলে আমরা কিছু স্মৃতিকে কখনই ছেড়ে দিতে চাই না। কারণ সেটি এমন কিছু গল্পকে মনে করিয়ে দেয় যা আমরা কোনওদিন আশা করি না এভাবে শেষ হবে। তোমার জীবনের গল্প এভাবে শেষ হোক তা চাইনি”।

ভিডিওটিতে দেখা যাচ্ছে সুশান্ত ফারহার দেখানোর ছন্দে পা মেলানোর জন্য সবরকম চেষ্টা করে যাচ্ছেন। সেই প্রাণোচ্ছ্বল হাসি, খুনসুটি। এই প্রথম একসঙ্গে কাজ করেছিলেন সুশান্ত এবং ফারহা খান। কয়েকদিন আগেই ফারহা আরেকটি টুইট করেছিলেন। যেখানে তিনি ব্যক্ত করেছিলেন সুশান্তের সঙ্গে এই কাজ তাঁর কাছে কতটা ‘স্পেশাল’ ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Dil bechara farah khan remembers sushant singh rajput with a special behind the scenes video