ছবির নায়িকা সঞ্জনা এদিন সকালে ইনস্টাগ্রামে ছবির একটি দৃশ্য পোস্ট করে লেখেন, "আমার ম্যানি, আমি আশা করছি, তুমি দূর থেকে সবটা দেখছ। আর আশীর্বাদ করছ। আমরাও তোমাকে দেখতে আকাশের দিকে তাকিয়ে। অবিশ্বাস হচ্ছে তুমি আজকে নেই। ছাবড়া বলেন, আমার আর তার প্রথম ডেবিউ সিনেমা কী করে তোমার শেষ ছবি হতে পারে?
ধন্যবাদ তোমাকে জানা অজানা পথে আমাকে কাজের সময় সাহস জোগানোর জন্য।কালো মেঘের মাঝে এই একটা রূপোলি আলো আমি দেখতে পাই। তোমার আত্মার শান্তি কামনা করি"।
View this post on InstagramA post shared by Sanjana Sanghi | Kizie Basu (@sanjanasanghi96) on
কেরিয়ারের শেষ ছবি। সুশান্ত সিং রাজপুতের সেই শেষ ছবি ‘দিল বেচারা’ ঘিরেই আপাতত উন্মাদনা তুঙ্গে ভক্তদের। কাস্টিং ডিরেক্টর থেকে পরিচালক হয়ে যাওয়া মুকেশ ছাবরার এটাই প্রথম সিনেমা। সুশান্তের শেষ সিনেমায় সহ অভিনেত্রী সঞ্জনা সংঘী। এছাড়াও স্বস্তিকা মুখোপাধ্যায়, সইফ আলি খান এবং জাভেদ জাফরির মত তারকারা রয়েছেন।
জন গ্রিনের বেস্ট সেলিং উপন্যাস ‘ফল্ট ইন আওয়ার স্টারস’ এর উপর ভিত্তি করে আগেই হলিউডে সিনেমা হয়ে গিয়েছে। জস বুনের ছবিতে অভিনয় করেছিলেন শেইলেন উডলি, এনসেল এলগর্ত।
একটা সাপোর্ট গ্রুপে একজন ক্যানসার আক্রান্ত রোগী কিজির দেখা হয়ে যায় মারণ রোগ-জয়ী ম্যানির। তারপর কীভাবে মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে থাকা কিজির জীবন বদলে যায়, তা নিয়েই সিনেমার গল্প বোনা হয়েছে। ছবির প্রোমো মুক্তির পরেই সুপারহিট। তবে সেই সুপারহিট হওয়ার পিছনে বোধ হয় রয়েছে, সুশান্তের মৃত্যু নিয়ে অনেকটা মন খারাপ। যা এক লহমায় বাড়িয়ে দিয়েছে ‘দিল বেচারা’র জনপ্রিয়তা।
‘দিল বেচারা’ ছবিতে সুর দিয়েছেন এআর রহমান। ‘মাশখারি’, ‘ম্যায় তুমহারা’, ‘তারে গিন’, এবং টাইটেল ট্র্যাক ‘দিল বেচারা’ গানে নিজের অন্যতম সেরা পারফরম্যান্স রহমান সাহেবের। সম্প্রতি ‘দিল বেচারা’ মিউজিক ট্রিবিউটও দিয়েছে প্রয়াত অভিনেতাকে।
ছবি মুক্তির আনন্দের সঙ্গে মন খারাপ, চোখের জলে দিন শুরু করেছে সহ অভিনেতারা।
Miss you bhai! My Ishaan Always!
We will all watch your film today...heavy hearted! Hope you can dance in the heavens seeing the love...You are loved for life ???? ???? ❤️ https://t.co/4NNpmbX3wN— Amit Sadh (@TheAmitSadh) July 24, 2020
ডেবিউ পরিচালক হিসেবে মুখেশ ছাবড়ার বড় দিন আজ। টুইট করে তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে অনেকে।
কোথায় কখন দেখবেন ‘দিল বেচারা’?
সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। আজ ডিজনি হটস্টারে এই ছবি সরাসরি স্ট্রিমিং হবে। ভারতে ডিজনি-হটস্টারে প্রিমিয়ার হবে এই ছবির। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে হটস্টারে সম্প্রচারিত হবে তারপর। সাবস্ক্রাইবার ও নন-সাবস্ক্রাইবাররা এই ছবি দেখতে পাবেন আজ সন্ধ্যে সাড়ে ৭টা থেকে।
এই ছবির রিলিজ ডেট জানাতে গিয়ে পরিচালক মুকেশ ছাবরা জানিয়েছেন, “আমরা সকলের কাছে এই সিনেমা স্পেশ্যাল করে রাখতে চাই। সবাই দিন ও সময় ঠিক করে রাখুন। এসো সবাই একসঙ্গে সিনেমা দেখি। সিনেমার প্রিমিয়ার শো এসো একই সঙ্গে বিভিন্ন সময়ে উপভোগ করি। এটা শুধুই সুশান্তের জন্য।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন