Advertisment
Presenting Partner
Desktop GIF

করোনা সতর্কতা: আইসোলেশনে দিলীপ কুমার

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু সিদ্ধান্ত নিয়েছেন তাঁকে পুরোপুরি আইসোলেশনে রাখার। তাঁর স্বাস্থ্যের কথা ভেবে কোনও রকম ঝুঁকি নিতে চান না বর্ষীয়ান নায়িকা।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip-kumar

দিলীপ কুমারের স্বাস্থ্যের কথা ভেবে সিদ্ধান্ত নিলেন সায়রা বানু। ফোটো- টুইটার

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের বয়স ৯৭ বছর। নিরাপত্তার কথা ভেবে নিজেকে কোয়ারেন্টাইন করছেন অভিনেতা। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু তাঁকে পুরোপুরি আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর স্বাস্থ্যের কথা ভেবে কোনও রকম ঝুঁকি নিতে চান না বর্ষীয়ান নায়িকা।

Advertisment

টুইটারে দেবদাস অভিনেতা লিখেছেন, ''করোনাভাইরাসের সংক্রমণের জন্য পুরোপুরি আইসোলেশনে রয়েছি। আমার সংক্রমণ হোক একরম কোনও ঝুঁকি সায়রা নিতে চায়না।'' এছাড়াও দিলীপ কুমার ফ্যানেদের আর্জি জানিয়েছেন, তারা যাতে স্বাস্থ্য সচেতন থাকেন।

আরও পড়ুন, ‘ডিস্কো ডান্সার ২.০’ নিয়ে আসছেন টাইগার

আরও একটি টুইটে অভিনেতা লেখেন, ''প্রত্যেককে নিজেদের সুরক্ষার দিতে খেয়াল রাখুন এবং যতটা সম্ভব বাড়ির ভেরতে থাকুন। করোনাভইরাস যদিও কোনও বাধা মানছে না। স্বাস্থ্য দফতরের বিধিনিষেধ মেনে চলুন।''

সম্প্রতি, আন্তর্জাতিক তারকা এলবা, ওলগা কুরিলেনকো এবং টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসনের দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। এদের প্রত্যেকেই চিকিৎসা চলছে।

করোনা আতঙ্কের জেরে বহু ছবির শুটিং, টিভি শো এবং ওয়েব সিরিজের শুটিং বন্ধ হয়ে গিয়েছে। সূর্যবংশী, সন্দীপ অউর পিঙ্কি ফারার, মুলান, এফ নাইন এবং বহু ছবির রিলিজ পিছিয়ে গিয়েছে।

আরও পড়ুন: ‘ডিস্কো ডান্সার ২.০’ নিয়ে আসছেন টাইগার

ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১১৪ জন, যাদের মধ্যে ১৩ জন সেরে উঠেছে এবং দুটি মৃত্যু হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus bollywood
Advertisment