/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/SRK-1.jpg)
দিলীপ কুমারের বাড়িতে শাহরুখ খান
Shah Rukh Khan, Dilip Kumar: বাবা হতে না পারার আক্ষেপ চিরজীবন বয়ে বেড়িয়েছেন দিলীপ কুমার (Dilip Kumar)। তাই শাহরুখ খানকে নিজের পুত্রসম বলেই মনে করতেন। অভিনেতার জীবদ্দশায় সেই স্নেহের মর্যাদা রক্ষা করেছেন কিং খানও। একাধিকবার ছুটে গিয়েছেন অসুস্থ দিলীপ সাহেবকে দেখতে। বলিউড ইন্ডাস্ট্রির অন্দে কিং খানকে অনেকেই বলতেন দিলীপ-সায়রার 'মু বোলা বেটা'। একবার সায়রা বানুও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, "আজ যদি তাঁদের ছেলে থাকত, তাহলে সে শাহরুখের (Shah Rukh Khan) মতোই দেখতে হত।" কারণ কিং খানের চুলের স্টাইলের মধ্যে নাকি তিনি দিলীপ সাহেবের মিল পেয়েছিলেন। আজ গোটা ভারতীয় চলচ্চিত্র জগৎকে কাঁদিয়ে না ফেরার দেশে যাত্রা করেছেন দিলীপ কুমার। শোকবিহ্বল স্ত্রী সায়রা বানু (Saira Banu)। তাই এই কঠিন সময়ে শত ব্যস্ততার মাঝেও মাতৃসম সায়রার পাশে থাকতে দিলীপ সাহেবের বাড়ি পৌঁছে গেলেন শাহরুখ খান।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর কাছে এল প্রয়াত কিংবদন্তীর অন্দরমহলের ছবি। যেখানে শাহরুখকে দেখা গেল শোকবিহ্বল সায়রা বানুর পাশে বসে সান্ত্বনা দিতে। কিং খানের চোখে-মুখেও গভীর শূন্যতা। কোথাও যেন আবারও পিতৃ-হারা হওয়ার কষ্ট পেলেন তিনি। সায়রার পাশে বসে তাঁর সঙ্গে কথা বললেন। কান্নায় ভেঙে পড়েছেন প্রবীণ অভিনেত্রী। চোখ ভিজেছে শাহরুখেরও। পাশেই তাঁদেরকে পরিবেষ্টিত করে রয়েছেন স্বজনেরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/SRK1.jpg)
এছাড়াও অভিনেতার বান্দ্রার বাড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)। বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাতজোড় করে শোকাহত অভিনেতা জানান, "আজ খুব খারাপ একটা দিন। আমরা দিলীপ সাহেবকে হারিয়ে ফেললাম। আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না এইমুহূর্তে। উনি শুধু আমার বন্ধুই নয়, আমার ভাইও ছিলেন।" ভারাক্রান্ত হৃদয়ে বান্দ্রার বাড়িতে দেখা যায় জিতেন্দ্রকেও (Jeetendra)।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/jetendra.jpg)
প্রসঙ্গত, আজ বিকেল ৫টা নাগাদ সান্তাক্রুজের কবরস্থানে ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের শেষকৃত্য সম্পন্ন করা হবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে প্রকৃত রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তী অভিনেতাকে শেষ বিদায় দেওয়া হবে। অভিনেতার বাড়িতে গিয়েও তাঁকে শেষ শ্রদ্ধা জানান উদ্ধব এবং আদিত্য ঠাকরে।
Paid our respects to the legend, Dilip Kumar Saheb. He will be accorded state honours today. pic.twitter.com/eXkZLyjVCR
— Aaditya Thackeray (@AUThackeray) July 7, 2021
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন