scorecardresearch

বড় খবর

গুরুতর অবস্থায় হাসপাতালে সায়রা বানু, ICU-তে ভর্তি হলেন দিলীপ-পত্নি

দিলীপ সাহেবের প্রয়াণের মাস দুয়েকের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সায়রা।

গুরুতর অবস্থায় হাসপাতালে সায়রা বানু, ICU-তে ভর্তি হলেন দিলীপ-পত্নি
হাসপাতালে সায়রা বানু

গত জুলাই মাসেই প্রয়াত হয়েছেন দিলীপ কুমার (Dilip Kumar)। আর তার ২ মাসের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তাঁর স্ত্রী সায়রা বানু (Saira Banu)। প্রবীণ বলিউড অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি দেখে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে আইসিইউতে রয়েছেন দিলীপ-পত্নি।

গত তিন ধরেই ব্লাড প্রেশার নিম্নমুখী সায়রা বানুর। আর বার্ধক্যজনিত সমস্যার মাঝে রক্তচ্চাপের ওঠা-নামাতে বেজায় অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। যার জেরে তড়িঘড়ি মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় সায়রা বানুকে দিন দুয়েক আগে। তবে বুধবার দুপুরে পরিস্থিতি এতটাই বেগতিক দেখেন যে, চিকিৎসকরা তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন।

[আরও পড়ুন: KBC: অমিতাভের প্রশ্ন ‘পাকিস্তানকে কবে হারিয়েছিল ভারত?’ শেওয়াগের উত্তরে হেসে গড়ালেন সৌরভ]

প্রসঙ্গত, জুলাই মাসের ৭ তারিখেই বার্ধক্যজনিত কারণে ভুগে চিরতরের জন্য পরলোকের উদ্দেশে গমন করেছেন দিলীপ কুমার। ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে সায়রাবানু-দিলীপ সাবের প্রেমকাহিনী যেন সিনেমার মতোই। দুজনে ছিলেন হরিহর আত্মা। ব্যক্তিগত জীবনে শত ওঠাপড়া সত্ত্বেও দিলীপ কুমারকে কখনও কাছ ছাড়া করেননি অসমবয়সি সায়রা। অভিনেতার জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থেকেছেন। কিন্তু সেই মানুষটিই যখন চলে গেলেন চিরতরে, সেই ধাক্কা হয়তো এখনও সামলে উঠতে পারেননি সায়রা বানু। এদিকে অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন বলিমহল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Dilip kumar wife saira banu is hospitalized in icu