না ফেরার দেশে চলে গেলেন দিলীপ কুমারের ভাই

কোভিড-১৯ পজিটিভে আক্রান্ত হওয়ার পাশাপাশি ডায়াবেটিসের রোগী ছিলেন তিনি। এছাড়াও, হাইপারটেশন ও হৃদরোগে আক্রান্ত ছিলেন।

কোভিড-১৯ পজিটিভে আক্রান্ত হওয়ার পাশাপাশি ডায়াবেটিসের রোগী ছিলেন তিনি। এছাড়াও, হাইপারটেশন ও হৃদরোগে আক্রান্ত ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের ভাই আসলাম খান। শুক্রবার সকালে লীলাবতী হাসপাতালে দেহত্যাগ করেন আসলাম। জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

Advertisment

শুক্রবার হাসপাতাল থেকে যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে উল্লেখ আছে, আসলাম খান শুক্রবার ভোর বেলা গত হয়েছেন। ডাক্তার জলিল পার্কারের অধীনে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ পজিটিভে আক্রান্ত হওয়ার পাশাপাশি ডায়াবেটিসের রোগী ছিলেন তিনি। এছাড়াও, হাইপারটেশন ও হৃদরোগে আক্রান্ত ছিলেন।

দিলীপ কুমারের মুখপাত্র ফয়সাল ফারুখ টুইটারে আসলাম খানের মৃত্যু সংবাদ দেন।

দিলীপ কুমারের ভাই এশান ও আসলাম খান কভিড পজিটিভে আক্রান্ত হয়ে ইতিবাচক পরীক্ষার পরে গত শনিবার লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Advertisment

এপ্রিল মাসে, দিলীপ কুমার নিশ্চিত করেছিলেন যে তিনি নিজের বাড়িতে রয়েছেন এবং তার স্ত্রী সায়রা বানু তার দেখাশোনা করছেন। তিনি একটি টুইট রিটুইট করেছিলেন যাতে লেখা ছিল, “দিলীপ সাহেব - @ দ্যলিপকুমার - ঠিক আছে। তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন, তালাবন্ধ হয়ে পড়েছেন, স্ব-বিচ্ছিন্নতার আওতায় রয়েছেন, তাঁর স্ত্রী দেখাশোনা করছেন # সাইরাবানু দোয়া এবং শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ ”"

dilip