দ্বিতীয় ভাইকেও হারালেন দিলীপ কুমার

রক্ষা হয়নি আসলাম খানের। অল্প দিনের ব্যবধানে চলে গেলেন দুজনেই।

রক্ষা হয়নি আসলাম খানের। অল্প দিনের ব্যবধানে চলে গেলেন দুজনেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বুধবার রাতের না ফেরার দেশে চলে গেলে দিলীপ কুমারের ভাই এহসান খান। কয়েকদিন আগেই আরেক ভাই আসলাম খানকে হারিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। পর পর দুইভাইয়ের মৃত্যুতে শোকাস্তব্ধ দিলীপ কুমার ও তাঁর পরিবার।

Advertisment

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে রাত ১১টা নাগাদ মৃত্যু হয়েছে এহসান খানের। তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সমস্যা ছিল তার। হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল আসলাম খান এবং এহসান খানকে। দুজনের শরীরেই অক্সিজেনের মাত্রা ব্যাপক হারে কমে যায়, ৮০%-এরও কম ছিল অক্সিজেন। কিন্তু শেষ রক্ষা হয়নি আসলাম খানের। অল্প দিনের ব্যবধানে চলে গেলেন দুজনেই।

dilip