Advertisment
Presenting Partner
Desktop GIF

৯৭ বছরে পা! দিলীপ কুমারের বার্তা সোশাল মিডিয়ায়

বলিউড কিংবদন্তির জন্মদিনে মধ্যরাত থেকেই শুভেচ্ছার বন্যা।জন্মদিনে টুইটার হ্যান্ডলে বিশেষ বার্তা দিয়ে জানালেন যে তিনি আপ্লুত মানুষের ভালবাসায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip kumar's heartfelt message on Twitter on his 97th birthday

দিলীপ কুমার-- একাল ও সেকাল। প্রথম ছবিটি টুইটার থেকে সংগৃহীত।

Dilip Kumar turns 97: এই বছর ৯৭ বছর বয়স হল বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের। চিরনবীন এই ব্যক্তিত্ব বছর কয়েক আগেই সোশাল মিডিয়ায় এসেছেন। বয়স যতই বাড়ুক না কেন, তিনি বরাবরই নতুন সময়কে, আগামীকে স্বাগত জানিয়েছেন তাঁর নিজস্ব ঢঙে। জন্মদিনে টুইটার হ্যান্ডলে বিশেষ বার্তা দিয়ে জানালেন যে তিনি আপ্লুত মানুষের ভালবাসায়।

Advertisment

বলিউড কিংবদন্তির জন্মদিনে মধ্যরাত থেকেই শুভেচ্ছার বন্যা। সব তারকারাই যেমন শুভেচ্ছা জানিয়েছেন ব্যক্তিগত মেসেজে এবং সোশাল মিডিয়া মারফত, তেমনই তাঁর অসংখ্যা গুণমুগ্ধেরাও তাঁর ৯৭তম জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন। দিলীপ কুমার বরাবরই অত্যন্ত প্রিয়পাত্র তাঁর মধুর ব্যক্তিত্বের জন্য। জন্মদিনে তাঁর বিশেষ বার্তাতেও ধরা পড়ল তাঁর ব্যক্তিত্বের সেই দিকটি।

তিনি ১১ ডিসেম্বর তাঁর টুইটে লিখেছেন, ''আমার ৯৭তম জন্মদিনে, গতকাল রাত থেকেই অবিরত ফোন ও মেসেজ পেয়ে চলেছি। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। উদযাপন সব সময়ে গুরুত্বপূর্ণ নয়। আপনাদের অকুণ্ঠ ভালবাসা, স্নেহ ও প্রার্থনায় আমার চোখে জল, অসীম কৃতজ্ঞতায়।''

সেদিক দিয়ে দেখতে গেলে তিনি হলেন বলিউডের প্রথম 'খান'। তাঁর ভাল নাম ইউসুফ খান যদিও সারা জীবন পর্দায় তিনি দিলীপ কুমার এবং তাঁর ভক্তরাও তাঁকে ওই নামেই ডাকতে পছন্দ করেন। ১৯৪৪ সালে বম্বে টকিজ-এর ছবি জোয়ার ভাঁটা দিয়ে তাঁর অভিনয়ে পদার্পণ। ওই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন রুমা গুহঠাকুরতা। পরিচালক ছিলেন অমিয় চক্রবর্তী।

তিনিই প্রথম জিতেছিলেন সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার ১৯৫৪ সালে। মোট ৯টি ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ১৯৯৪ সালে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। ভারত সরকার ২০১৫ সালে তাঁকে পদ্মবিভূষণ-এ সম্মানিত করে।

bollywood
Advertisment