Dilip Kumar Funeral: ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তী দিলীপ কুমারের (Dilip Kumar) শেষযাত্রায় অনুরাগীদের ঢল। করোনা ভাইরাস, অতিমারী আবহকে উপেক্ষা করেই মুখে মাস্ক সেঁটে অভিনেতার বান্দ্রার বাড়ির সামনে হাজির হয়েছিলেন হাজারও ভক্ত। বলিউডের আকাশেও বিষাদের মেঘ জমেছে। অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, ধর্মেন্দ্র, শাহরুখ খান, করণ জোহর থেকে শুরু করে রণবীর কাপুর-সহ বলিউড অনেক সেলেবরাই শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন দিলীপ সাহেবের বাড়িতে। কথা বলতে গিয়ে গলা বুজে আসছিল অনেকেরই। হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। বুধবার যথাসময়ে কিংবদন্তীর মরদেহ তাঁর বাসভবন থেকে রওনা হল সান্তাক্রুজের জুহুর কবরস্থানে। সেখানেই সম্পন্ন হওয়ার কথা ছিল শেষকৃত্য।
Advertisment
এদিন সকালেই উদ্ধব ঠাকরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অভিনেতাকে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের কথা ঘোষণা করেছিলেন। পরিকল্পনা মাফিক হলও তাই। তেরঙ্গায় মুড়ে কবরে শায়িত হলেন কিংবদন্তী অভিনেতা।
২১ তোপের গ্যান স্যালুটে বিদায় দেওয়া হল দিলীপ কুমারকে। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো একঝলক দেখার জন্য ভীড় জমিয়েছিলেন অনুরাগীরা। কারও বা ইচ্ছেপূরণ হল। আবার কেউ ভীড়ের মাঝেই হা-পিত্যেশ করলেন।
সারাজীবন যেভাবে দিলীপ সাহেবের পাশে ছায়ার মতো থেকেছিলেন সায়রা বানু (Saira Banu)। শেষযাত্রায় অংশ নিতে দেখা গেল তাঁকেও। বিদায়বেলায় ভূমিপুত্র ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের স্মরণে পেশোয়ারের হাভেলিতেও 'নামাজ-এ-জানাজা'র আয়োজন করা হয়েছে। আয়োজকদের একজনই ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন এই খবর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন