Advertisment

তেরঙ্গায় মুড়ে দিলীপ কুমারকে শেষ শ্রদ্ধা, জুহু কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

ভূমিপুত্র দিলীপ কুমারের স্মরণে পেশোয়ারের হাভেলিতেও নামাজ-এ-জানাজার আয়োজন করা হয়েছে। দেখুন অভিনেতার শেষকৃত্যের Exclusive ছবি-ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Kumar Last Raite, দিলীপ কুমার

জুহু কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন দিলীপ কুমারের শেষকৃত্য

Dilip Kumar Funeral: ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তী দিলীপ কুমারের (Dilip Kumar) শেষযাত্রায় অনুরাগীদের ঢল। করোনা ভাইরাস, অতিমারী আবহকে উপেক্ষা করেই মুখে মাস্ক সেঁটে অভিনেতার বান্দ্রার বাড়ির সামনে হাজির হয়েছিলেন হাজারও ভক্ত। বলিউডের আকাশেও বিষাদের মেঘ জমেছে। অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, ধর্মেন্দ্র, শাহরুখ খান, করণ জোহর থেকে শুরু করে রণবীর কাপুর-সহ বলিউড অনেক সেলেবরাই শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন দিলীপ সাহেবের বাড়িতে। কথা বলতে গিয়ে গলা বুজে আসছিল অনেকেরই। হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। বুধবার যথাসময়ে কিংবদন্তীর মরদেহ তাঁর বাসভবন থেকে রওনা হল সান্তাক্রুজের জুহুর কবরস্থানে। সেখানেই সম্পন্ন হওয়ার কথা ছিল শেষকৃত্য।

Advertisment
publive-image
চলছে দিলীপ কুমারের শেষকৃত্য

এদিন সকালেই উদ্ধব ঠাকরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অভিনেতাকে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের কথা ঘোষণা করেছিলেন। পরিকল্পনা মাফিক হলও তাই। তেরঙ্গায় মুড়ে কবরে শায়িত হলেন কিংবদন্তী অভিনেতা।

publive-image

২১ তোপের গ্যান স্যালুটে বিদায় দেওয়া হল দিলীপ কুমারকে। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো একঝলক দেখার জন্য ভীড় জমিয়েছিলেন অনুরাগীরা। কারও বা ইচ্ছেপূরণ হল। আবার কেউ ভীড়ের মাঝেই হা-পিত্যেশ করলেন।

publive-image
শেষযাত্রায় সায়রা বানু

সারাজীবন যেভাবে দিলীপ সাহেবের পাশে ছায়ার মতো থেকেছিলেন সায়রা বানু (Saira Banu)। শেষযাত্রায় অংশ নিতে দেখা গেল তাঁকেও। বিদায়বেলায় ভূমিপুত্র ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের স্মরণে পেশোয়ারের হাভেলিতেও 'নামাজ-এ-জানাজা'র আয়োজন করা হয়েছে। আয়োজকদের একজনই ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন এই খবর।

publive-image
শেষযাত্রায় অমিতাভ-অভিষেক

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Dilip Kumar Saira Banu Dilip Kumar Last Rite
Advertisment