শিল্পী দিলজিৎ দোষাঞ্জ, নিজের পারফরমেন্সের মাধ্যমে তাঁর দর্শকদের মাতাল করে তুলছেন। তাঁর শোয়ে উপস্থিত থাকবেন বলেই, পাগলের মত পরিস্থিতি তাঁর ভক্তদের। তাঁর সঙ্গে সঙ্গে উন্মাদনা দেখার মত তাঁদের। ব্যাঙ্গালোরের কনসার্টের পর যা করলেন তাঁরা।
দিলজিৎ, কলকাতা কনসার্ট সেরে ব্যাঙ্গালোর রওনা দিয়েছিলেন কনসার্টের জন্য। সেখানেই, তাঁর সঙ্গে স্টেজে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীকে মেয়ের জন্মের পর সেই প্রথম সকলের সামনে দেখা গিয়েছিল। নিজের শহর ব্যাঙ্গালোরে দিব্যি আনন্দে আত্মহারা হয়েছিলেন তিনি। কিন্তু, এখানেই শেষ না। সেদিন কনসার্টের পর কী কী হয়েছে জানা আছে?
দিলজিৎ, তাঁর ভক্তদের কাছে কতটা জনপ্রিয়, তা দেখলেই বোঝা যায়। তাই তো, ব্যাঙ্গালোরে সেদিন দিলজিতের কনসার্টের কারণে মধ্যরাত মেট্রো পরিষেবা চালু ছিল। যাতে তাঁর ভক্তদের ফিরতে অসুবিধা না হয়, সেটা মাথায় রেখেই এমনটা করা হয়েছিল। আর সেই মেট্রোতে যা ঘটল, সেটাই অন্যরকম। গান প্রেমের মানুষরা যখন এক হয়েছেন, কিছু যে হবে সেকথা অস্বীকার করার নয়।
হলোও তাই। ভিড় মেট্রো, কিন্তু গান গাইতে ভুললেন না দিলজিতের ভক্তরা। তাঁরা শিল্পীর জনপ্রিয় ইক কুড়ি গান ধরলেন সকলে। মেট্রো তখন ভিড়ে ঠাসাঠাসি। তাঁর মধ্যেও ভুল হল না তাঁদের সঠিক সুর লাগাতে। তাঁরা যেভাবে একসঙ্গে গানটা গাইলেন তাতে অবাক হতে হয়। কিন্তু, ব্যাঙ্গালোরের মানুষের স্পিরিট দেখে তাঁরা বেশ অবাক হয়েছেন। বেশিরভাগ মানুষ এমনই বলছেন, এরকম স্পিরিট সহজে দেখা যায় না।
উল্লেখ্য, দিলজিৎ কনসার্টে যে প্রচণ্ড মাত্রায় আনন্দ দিচ্ছেন, তাতে করে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। আবার কেউ কেউ এমনও বলেছেন, এরম শিল্প সহজে দেখা যায় না। আবার কারওর কথায়, তাঁর ভক্তরা তাঁর মতোই স্পিরিট রাখেন।