দিলজিত দোশঞ্জ, যিনি বর্তমানে সারা দেশের মানুষের খুব প্রিয়, বিদেশেও যাকে দেখতে মানুষ ছুটে আসেন, ভিনদেশী তারকারা যাকে দেখতে পৌঁছে যান, তাঁকে এবার কলকাতায় পারফর্ম করতে দেখা যায়। দিল লুমিনাতির পরবর্তী শো কলকাতায়। শহরে এসেছেন, দিলজিৎ।
কলকাতায় তাঁর ভক্ত সংখ্যা কম না। দিলজিতের শো মানেই এখন ভয়ঙ্কর বিষয়। তাঁর সঙ্গে বিতর্ক লেগেই রয়েছে। কেউ বলেন দিলজিতের অনুষ্ঠানে লিকার সার্ভ করা হয়। আবার কেউ কেউ এমনও বলেন সেই অনুষ্ঠানে ম্যানেজমেন্ট মোটেই ঠিক নেই। আবার কারওর কথায়, দিলজিৎ এর শোয়ের টিকিট নিয়ে সবসময় আলোচনা হয়। যে টাকায় বিক্রি হয় সেই শোয়ের টিকিট, সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না।
কিন্তু গায়ক ফের একবার তিনি তাঁর ভক্তের আর্জি রেখেছেন। দিলজিৎ তাঁর ফ্যানেদের জন্য টিকিট জোগাড় করে দেওয়ার কথা মাঝে মধ্যেই বলেন। যখনই কেউ তাঁকে সমাজ মাধ্যমে পোস্ট করে বলেন, তাঁরা টিকিট পাচ্ছেন না, ব্যবস্থা করে দিন, তখনই গায়ক তাঁদের সাহায্যের কথা বলেন। আগামীকাল তাঁর কনসার্ট কলকাতায়। তাঁর আগেই এক ভক্ত পোস্ট করলেন...
Done Maninder ✔️ https://t.co/LhwNZn1f5h
— DILJIT DOSANJH (@diljitdosanjh) November 28, 2024
"আমি অনেকবছর ধরে চাইছিলাম যে কলকাতায় আপনার শো হোক। কিন্তু, আজ যখন হচ্ছে তখন আমি টিকিট পাচ্ছি না। কারণ, এক মিনিটের মধ্যে সব সোল্ড হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতেই সেই ভক্ত বলেন, আমি কি আমার এবং আমার বোনের জন্য দুটি টিকিট পেতে পারি কলকাতা কনসার্টের?" আর সেই ভক্তের কাতর আরজিতে সাড়া দিয়েছেন গায়ক।
দিলজিৎ প্রতিবারের মতো এবারও সমাজ মাধ্যমে সেই পোস্ট শেয়ার করে লিখলেন, "তোমার কথা রাখলাম। পাবে টিকিট!" সঙ্গে চেক মার্ক পোস্ট করেছেন তিনি। সর্দারজ্বির এই প্রাণবন্ত দিক দেখে বেশিরভাগ বেশ আপ্লুত। কেউ বলছেন, আপনার মঙ্গল হোক। আবার কেউ বললেন, আপনাকে ভগবান এগিয়ে নিয়ে যাক। ঈশ্বরের আলো আপনার মাধ্যমে ছড়িয়ে পড়ুক।
এদিকে দিলজিৎ শো করবেন কলকাতায়, আর টিকিটের দাম নিয়ে শোরগোল হবে না, সেও হয়? কলকাতা কনসার্টে টিকিটের দাম প্রায় ৫০ হাজার ছাড়িয়ে। সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে শো। বেশ কিছু নিয়মাবলী বেঁধে দেওয়া হয়েছে। যেখানে সাফ জানানো হয়েছে নেশাগ্রস্থ মানুষের প্রবেশের নিষেধ। এমনকি নেশার কোনও বস্তুও সঙ্গে করে নিয়ে ঢোকা যাবে না।