Advertisment
Presenting Partner
Desktop GIF

কৃষকদের সমর্থনের জের! উঠল 'কর কারচুপি'র অভিযোগ, নাগরিকত্বের প্রমাণ দিলেন দিলজিৎ

কী বললেন অভিনেতা?

author-image
IE Bangla Web Desk
New Update
diljit

কৃষক আন্দোলনের সমর্থনে সুর চড়ানোর পর থেকেই দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) বিরুদ্ধে নেটিজেনদের একাংশ বেশ ক্ষোভ উগরে দিচ্ছেন। যার সূত্রপাত অবশ্য কঙ্গনা রানাউতের হাত ধরেই হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিলজিতের বিরুদ্ধে কর বিষয়ক কারচুপির অভিযোগ ওঠে। নেটিজেনদের একাংশের কথায়, "বিদেশ থেকে নাকি কোটি কোটি টাকা নিয়ে কৃষক আন্দোলনে মদত যোগাচ্ছেন দিলজিৎ দোসাঞ্ঝ। যার জেরে সম্প্রতি ভারতীয় আয়কর বিভাগ পাঞ্জাবী অভিনেতার বিরুদ্ধে কর কারচুপির অভিযোগ আনে।" প্রশ্ন ওঠে তাঁর নাগরিকত্ব নিয়েও। শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে অভিনেতা-গায়কের বিরুদ্ধে দায়ের করা এক এফআইআর-এর ছবিও পোস্ট করেন কেউ। আর এই ঘটনা নেটদুনিয়ায় চাউর হতেই মুখ খোলেন দিলজিৎ দোসাঞ্ঝ।

Advertisment

দিলজিৎ যে এক দায়িত্ববাণ নাগরিকের মতোই কর দেন এবার তাঁর প্রমাণ দিলেন তিনি। নেটিজেনদের তোলা কর কারচুপির অভিযোগ নস্যাৎ করে দিয়ে ২০১৯-২০২০ সালে অর্থনীতি মন্ত্রকের তরফে প্রাপ্ত শংসাপত্রের ছবি পোস্ট করেন। এই ছবি পোস্ট করে পাঞ্জাবী অভিনেতার মন্তব্য, "আমি চাইছিলাম না এই ছবি পোস্ট করতে, কিন্তু পরিস্থিতি এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে করে বাধ্য হলাম নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে। ভুয়ো খবর দিয়ে ঘৃণা ছড়াবেন না। আর হ্যাঁ, অযাচিতভাবে কাউকে টার্গেটও বানাবেন না। এতে অন্য কারও আঘাতও লাগতে পারে।"

এখানেই থেমে থাকেননি অভিনেতা। আরও বলেন, "সারাদিন টুইটারে বসে বসে দেশপ্রেমিক হিসেবে নিজেকে প্রমাণ করা যায় না, এর জন্য কাজও করতে হয়।"

প্রসঙ্গত, এর আগে কৃষকদের সমর্থনে সুর চড়িয়ে কঙ্গনা রানাউতের কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। তিনি অবশ্য ছেড়ে কথা বলেননি। কৃষকদের পাশে দাঁড়িয়ে কঙ্গনা রানাউতকে একহাত নিয়ে বর্তমানে পাঞ্জাবের ‘ভূমিপুত্র’ দিলজিৎ দোসাঞ্ঝ খবরের শিরোনামে। বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইনকে শব্দবাণে ‘সবক’ শিখিয়ে নেটিজেনদের কাছে বেশ বাহবাও কুড়োচ্ছেন এই অভিনেতা। সিংঘু সীমান্তে গিয়ে কৃষকদের পাশে থেকে প্রতিবাদী মঞ্চ থেকেই নম্র ভাষায় তোপ দাগেন কেন্দ্রের উদ্দেশে। তার জেরেই দিলজিৎ দোসাঞ্ঝকে নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হতে হয়।

Farmers Movement Diljit Dosanjh
Advertisment