Advertisment
Presenting Partner
Desktop GIF

Diljit Dosanjh: রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরে ধ্যানে মগ্ন দিলজিৎ, কালীবাড়িতে পৌঁছেই ভক্তিভাবে লীন পাঞ্জাবি গায়ক...

Diljit Dosanjh Kolkata: খন তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি পৌঁছলেন তখন তাঁকে দেখে যে ভিড় জমেছিল সেটা ছিল সাংঘাতিক। মা কালীর শহরে এসেছেন আর মন্দিরে যাবেন না এ হয় না।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
diljit ইন কলকাতা

দক্ষিণেশ্বরে দিলজিৎ, কলকাতায় এসেই যা করলেন...

Diljit in Kolkata: কলকাতায় এসেছেন দিলজিৎ দোষঞ্জ। আজ তাঁর দিল লিউমিনীতি এর কনসার্ট। কলকাতায় তাঁর ভক্ত সংখ্যা কম নয়। আর গতকাল তো তিনি হাওড়া ফুল মার্কেট থেকে হাওড়া ব্রিজ এমনকি, হাওড়ার নানা অঞ্চলে হেঁটে ঘুরে বেড়িয়ে সঙ্গে বাংলা গানের প্রতি তাঁর ভালবাসা দেখিয়ে মন কেড়ে নিয়েছেন এই বাংলার মানুষদের।

Advertisment

আর যখন তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি পৌঁছলেন তখন তাঁকে দেখে যে ভিড় জমেছিল সেটা ছিল সাংঘাতিক। মা কালীর শহরে এসেছেন আর মন্দিরে যাবেন না এ হয় না। পরনে সাদা রঙের পাঞ্জাবি, মাথায় লাল পাগড়ি বেঁধে তিনি হাজির হলেন সেখানে। দিলেন অঞ্জলী। তাঁর সঙ্গে ভক্তদের মন রাখতে তাঁদের সঙ্গে গল্প জমালেন। তারপর?

দিলজিৎ দারুণ ঈশ্বরে বিশ্বাসী। দক্ষিণেশ্বরে পৌঁছেই সঙ্গে সঙ্গে তাঁকে দেখা গেল ধ্যান করতে। শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ধ্যানে মগ্ন হলেন তিনি। খালি পায়ে বাবু হয়ে বসে নাঠ মন্দিরে চোখ বন্ধ করে মেডিটেশন করতে দেখা গেল তাঁকে। দিলজিতের এহেন ভাব ভক্তি দেখে বেশিরভাগ আনন্দে আত্মহারা। তাঁর ভক্তরা যেন শব্দে প্রকাশ করতে পারছেন না ভালোলাগার কথা।

হাত জোড় করেই মন্দিরে ঢুকলেন। ভক্তদের সঙ্গে সেলফি তুললেন, তারপর নিজের মতো করে সময় কাটালেন। তাঁকে দেখতে ছুটে এলেন অগণিত মানুষ। এত মানুষের ভিড়েও মুখে হাসি লেগে আছে তাঁর। ঈশ্বরের কাছে নিজের মনোবাঞ্ছা  জানালেন। তাঁর সেই ভিডিও শেয়ার করেছেন তাঁর দলের সদস্যরা। আর তাঁর বাঙালি ভক্তরা বেশ খুশি যে শহরের আসল আনন্দ দিলজিৎ উপভোগ করতে পারছেন।

উল্লেখ্য, গায়ক কলকাতায় এসে এমন সুন্দর সব মুহূর্ত শেয়ার করছেন, আর সেগুলি তাঁর অগণিত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, যাতে তাঁর ভক্তরা বারবার মনে করিয়ে দিচ্ছেন এখনও কতটা মাটির কাছে তিনি। আজ তাঁর কলকাতা কনসার্টে যে তুমুল ঝড় তুলবেন তাঁর ভক্তরা একথা বোঝাই যাচ্ছে।

bollywood Bollywood Actor Diljit Dosanjh
Advertisment