ফাঁস! নোলানের ছবিতে ডিম্পলের লুক ভাইরাল নেটদুনিয়ায়

ডিম্পল কাপাডিয়া ছাড়াও ক্রিস্টোফার নোলানের 'টেনেট' ছবিতে দেখা যাবে জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, অ্যারন টেলর জনসনের মতো অভিনেতাদের। সম্প্রতি ফাঁস হল শুটিংয়ের ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
ফাঁস! নোলানের ছবিতে ডিম্পলের লুক ভাইরাল নেটদুনিয়ায়

ডিম্পল কাপাডিয়াকে দেখা যাবে ক্রিস্টোফার নোলানের ছবিতে।

বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া সম্প্রতি শুটিং করছেন প্রখ্যাত হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের পরবর্তী ছবি 'টেনেট'-এর জন্য। অনলাইনে ফাঁস হলো শুটিংয়ের ছবি, আর মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল নেটদুনিয়ায়। নোলানের সঙ্গে কথোপকথনে ব্যস্ত ডিম্পল, এই ছবিই দেখা যাচ্ছে সর্বত্র।

Advertisment

এস্টোনিয়ায় শুটিং চলছে এই ছবির। এখনও পর্যন্ত ছবির কাহিনি সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। তবে বেশ বড় আকারেই তৈরি হচ্ছে 'টেনেট'। প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, থ্রিলার এই ছবির শুটিং হবে সাতটি দেশে। আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে অ্যাকশন-প্যাকড ছবিটি।

Advertisment

আরও পড়ুন, ‘শক্তিমান’-এর অভিনেতারা এখন কোথায় জানেন?

ভারতীয় অভিনেত্রীদের মধ্যে গত কয়েক বছরে হলিউডে জাঁকিয়ে বসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনিই শেষ নন। এবার ডিম্পল কাপাডিয়ার নাম জুড়ল সেই তালিকায়। বলিউডে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত 'পাতিয়ালা হাউস' ছবিতে শেষ দেখা গিয়েছিল ৬২ বছর বয়সী অভিনেত্রীকে।

ডিম্পল কাপাডিয়া ছাড়াও ক্রিস্টোফার নোলানের 'টেনেট' ছবিতে দেখা যাবে জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, এবং অ্যারন টেলর জনসনের মতো অভিনেতাদের। ২০২০ সালের ১৭ জুলাই মুক্তি পাওয়ার কথা 'টেনেট'-এর।

Read the full story in English 

hollywood