সেই ববি থেকে শুরু, তারপর? দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে একচেটিয়া কাজ করেছেন ডিম্পল কাপাডিয়া। কিন্তু, বিয়ের পর থেকে তাঁর আনাগোনা কমেছিল। স্ক্রিনের সামনে দাঁড়াতে ভয় পেতেন তিনি। কমছিল আত্মবিশ্বাসও। তবে, শেষ কিছু বছর ধরে তাঁকে আবারও দেখা যাচ্ছে অভিনেত্রী হিসেবে। 'পাঠান' ছবিতেও কামাল করেছেন তিনি।
বয়স নেহাত কম নয়। ৬৬ বছরে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই মনে করতেন ডিম্পল। কিন্তু, বাড়ি বসে থাকলে তো চলবে না। মেয়েরাই তাঁকে জোর করে পাঠান কাজে। এভাবে বসে থাকলে শরীরের সঙ্গে সঙ্গে মনের ওপরেও চাপ পড়বে। একসময় তো মেয়েদের ওপর চূড়ান্ত রেগে গিয়েছিলেন তিনি। শুধু টাকা রোজগারের জন্য নাকি মেয়েরা তাঁকে বাইরে কাজ করতে যেয়ে বাধ্য করেছিলেন। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়...
আরও পড়ুন < না ফেরার দেশে অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়! খবর রটতেই জোরালো বিতর্ক >
"আমি একদম চাইতাম না, যে এই বয়সে এসে আমায় কাজ করতে হবে। খালি বাড়িতে বসে থাকার ইচ্ছে হত আমার। এটা পঙ্গু সুলভ আচরণ আমি জানি, কিন্তু আমার কিছু করার ছিল না।" এদিকে পয়সার দরকার সকলের আছে। মেয়েরা যেন তাঁর বসে থাকা একেবারেই মেনে নিতে পারছিলেন না। মাকে জোর করে রাজি করেছিলেন তাঁরা। অভিনেত্রী বলেন, "আমি টুইঙ্কেলকে বলি, যে শরীর দিচ্ছে না। মন সঙ্গ দেয় না, আমি এই বয়সে আর কাজ করতে পারব না। টেনশন আছে জীবনে। পর্দায় এভাবে নিজেকে দেখতে হবে কেন আমায়?" তখনই মেয়ে মোক্ষম জবাব দিয়েছিলেন।
আরও পড়ুন < বউয়ের ব্যবসায় বেগার খাটেন! শুধু দেখতে সুন্দর বলেই তাঁকে বিয়ে করেছেন লোপামুদ্রা? >
টুইঙ্কেল মায়ের কথায় কিছুটা অবাক হন, তারপর সোজা বলে বসেন, "তোমার টাকা চাই? এতে ডিম্পল জবাব দেন, হ্যাঁ। তারপর মেয়ে বলে, তাহলে নিজের এসব ভ্যানিটি রেখে কাজে যাও। আমার মুখটা ভোঁতা করে দিল আমার মেয়ে। ওর মতোই সোজা সাপটা জবাব ছিল এটা।" 'পাঠান' ছবির পর, তাঁকে দেখা গিয়েছে রণবীর কাপুরের মায়ের চরিত্রে।' তু ঝুঁটি ম্যায় মক্কার' ছবিতে ছিলেন তিনি। বর্তমানে 'সাস, বহু ওর ফ্লেমিঙ্গ'তে তিনি কাজ করেছেন।