Dimple-Rajesh: রাজেশ খান্নাকে 'কাকা' সম্বোধন ডিম্পলের! অজানা কাহিনি ভাগ প্রয়াত অভিনেতার প্রাক্তন প্রেমিকার

Dimple-Rajesh-Anju: রাজেশ খান্নার সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন অঞ্জু। প্রথমবার তাঁদের আঙ্কেল-আন্টি সম্বোধন করেছেন ডিম্পল।

Dimple-Rajesh-Anju: রাজেশ খান্নার সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন অঞ্জু। প্রথমবার তাঁদের আঙ্কেল-আন্টি সম্বোধন করেছেন ডিম্পল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রাজেশ খান্নাকে 'কাকা' সম্বোধন ডিম্পলের!

রাজেশ খান্নাকে 'কাকা' সম্বোধন ডিম্পলের!

Anju-Rajesh Relationship: রাজেশ খান্না, বলিউডের কিংবদন্তী অভিনেতাদের মধ্যে একজন। তাঁর জীবন বিভিন্ন সময়ে উঠে এসেছে পেজ ৩-র খবরে। কখনও তাঁর ব্যক্তিগতজীবনের প্রেম তো কখনও আবার ১৫ বছরের ছোট ডিম্পল কাপাডিয়ার সঙ্গে বিয়ের জন্য চর্চায় ছিলেন প্রয়াত অভিনেতা রাজেশ খান্না। অঞ্জু মেহেন্দ্রুর সঙ্গে সম্পর্ক থাকাকালীনই একবার ডিম্পলের সামনেই ওঁর সঙ্গে ঝগড়া করেছিলেন রাজেশ। আর দূরে দাঁড়িয়ে মজা দেখেছেন ডিম্পল। ত্রয়ীর জীবনের এই অজানা কাহিনি জানেন?

Advertisment

Advertisment

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার ছিলেন রাজেশ খান্না। ১৯৬৬ সালে অঞ্জুর সঙ্গে পরিচয় রাজেশের। ২০১২ -তে রাজেশের জীবনাবসান হয় কিংবদন্তী অভিনেতা রাজেশ খান্নার। রাজেশ-অঞ্জুর প্রেমকাহিনি ছিল বিনোদনের চর্চিত টপিক। একটি নাটকে অভিনয়ের সময়ই রাজেশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অঞ্জু। ১৯৭২ পর্যন্ত লিভ-ইন সম্পর্কে ছিলেন দুজনে। সেই সম্পর্ক ভাঙার পরই ডিম্পলের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন রাজেশ খান্না।

রাজেশ একটা বাড়ি কিনেছিলেন, যার নামকরণ করেন 'আশীর্বাদ'। ওই বাড়িতে যে পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করা হত অঞ্জুকেই সবটা দেখাশোনা করতে হত। রাত তিনটে পর্যন্ত ড্রিঙ্কস আর খাবার পর্যন্ত পরিবেশন করতে হয়েছে অঞ্জুকে। সেই সময় তো অনেকে বলতেন রাজেশ খান্না অঞ্জুকে বাড়িটি উপহার দিয়েছেন। একটা সময় রাজেশ অঞ্জুর কেরিয়ার নিয়েও কথা বলতে শুরু করেন। 

অঞ্জুর প্রতি 'পজেসিভ' হয়ে পড়েন রাজেশ খান্না। যার ফলে সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। অঞ্জুর একটি প্রজেক্টে রাজেশ এতটাই হস্তক্ষেপ করেন যে কয়েক সপ্তাহ কাজ করার পর আর কাজ করেননি তিনি। SCREEN-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজেশকে নিয়ে মুখ খুলেছিলেন অঞ্জু। তিনি বলেছিলেন, 'রাজেশ খান্না প্রচণ্ড গোঁড়া। আধুনিক মেয়েদের প্রতি আকৃষ্ট হতেন। আমি জানি এটা দ্বন্দ্ব। একটা সময়ে ,সম্পর্কের মধ্যে সন্দেহ দানা বাঁধে। স্কার্ট পড়লে বলতেন শাড়ি কেন পরি না? আবার যদি শাড়ি পরতাম তাহলে বলতেন ভারতীয় নারীর চরিত্র তুলে ধরছ কেন? '

 অঞ্জুর সঙ্গে নাকি নাম জড়িয়েছিল ক্রিকেট তারকা  গ্রে সোবার্সের সঙ্গে। এক বন্ধুর বাড়িতে দুজনের প্রথম দেখা। অঞ্জু সেই প্রেমের প্রস্তাব গ্রহণ করে নেন বলেই গুঞ্জন। ১৯৭৩ সালে Stardust-কে দেওয়া এক সাক্ষাৎকারে অতীত হাতড়াতে গিয়ে অঞ্জুর মনে পড়ে যায় ডিম্পলের সঙ্গে প্রথম দেখার মুহূর্ত। সেই সময় ডিম্পল তাঁকে আর রাজেশকে আঙ্কেল ও আন্টি বলে সম্বোধন করেছিলেন। কিন্তু, পরে তাঁর ব্যবহার বদলে যায়। অঞ্জু বলেন, 'আমার আর রাজেশের সঙ্গে যখন ডিম্পলের প্রথম দেখা হয় তখন আমাদের আঙ্কেল ও আন্টি বলে ডেকেছিলেন। তারপরই আচমকা ব্যবহারে পরিবর্তন আসে। নিজেকে ইনোসেন্ট দেখাতে চাইতেন কিন্তু, বাস্তবে মোটেই তা নয়। আমার পিছনে ওএকেবারে অন্যরকম।' 

সেই জন্য রাজেশ খান্নার একটি পার্টিতে সকলকে আমন্ত্রণ জানালেও ডিম্পলকে বলেননি। সেই ঘটনায় মারাত্মক রেগে যান রাজেশ। তখুনি ডিম্পলকে পার্টিতে আনার ব্যবস্থা করেন এবং তাঁর কাছে অঞ্জুকে ক্ষমা চাইতে বলেন। পার্টিতে এসে ডিম্পল খোঁচা মেরে অঞ্জুকে বলেছিলেন, তিনি ভিতরে আসতে পারবেন? অঞ্জু বলেন তিনি রেগে গিয়ে বলেছিলেন, 'যদি তুমি নিমন্ত্রিত থাক তাহলে ভিতরে আসতে পার আর যদি না থাক তাহলে চলে যেতে পার।'  

bollywood movie Dimple kapadia Bollywood News bollywood actress Bollywood Actor Bollywood Couple Rajesh Khanna