/indian-express-bangla/media/media_files/2025/05/26/0n8huZdDzO8CufmUyCRu.jpg)
ED-র অফিসে দিনো
Dino Morea At ED Office: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দিনো মরিয়া। একটা সময় বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। রাজ, গুনহা-র মতো হিট ছবিও দর্শককে উপহার দিয়েছেন। সেই দিনো মরিয়ার নাম জড়িয়েছে মহারাষ্ট্রের মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তলব করেছে অভিনেতাকে। দিনো মরিয়ার বিরুদ্ধে রয়েছে ৬৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ। গত ২৬ মে সেই খবর প্রকাশ্যে আসার প্রায় দশদিন পর দিনো মরিয়ার বাড়িতে ইডির হানা। মুম্বই ও কেরালার ১৫ টি লোকেশনে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়াও অভিযান চালিয়েছে অভিনেতার বাড়ি, BMC-র অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার প্রশান্ত সহ আরও কয়েকজন কনট্রাক্টরকে। ২৪ ঘণ্টা অতিক্রম হওয়ার আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমন পাঠানো হয় দিনো মরিয়া সহ মোট সাত জনকে। বৃহস্পতিবার ইডি-র দফতরে পৌঁছান অভিনেতা। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয় সেই মুহূর্ত।
সংবাদসংস্থা PTI সূত্রে খবর, সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ মুম্বইয়ের ইডির অফিস Ballard Estate-এ পৌঁছান। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ANI-ও এক্স হ্যান্ডেলে দিনো মরিয়ার ইডি দফতরে ঢোকার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, গাড়ি থেকে ব্যাগ হাতে নামলেন অভিনেতা। প্যাপেদের নির্দেশে ক্যামেরার দিকে হাসি মুখেও তাকিয়েছেন দিনো মরিয়া। যদিও মুখে রা কাটেননি। এরপর ইডি দফতরের দিকে এগিয়ে যান। গত ৭ জুন সংবাদসংস্থা PTI-এর রিপোর্ট মোতাবেক, দিনো মরিয়া সহ তাঁর ভাই, বিএমসি-র কিছু কর্মকর্তাকে আগামী সপ্তাহে ইডি-র অফিসে ৬৫ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। প্রত্যেকের বয়ান PMLA-এর অধীনে রেকর্ড করা হবে। সমন পাঠানোর পাঁচদিন পরই হাজিরা দিলেন দিনো মরিয়া।
#WATCH | Mumbai: Bollywood actor Dino Morea arrives at the office of the Enforcement Directorate (ED) in Mumbai
— ANI (@ANI) June 12, 2025
The agency has summoned him in connection with the alleged Rs 65 crore Mithi river desilting case. pic.twitter.com/50z838Rv9D
দুর্নীতি দমন শাখা আগেই এই ঘটনায় সন্দেহভাজন ১৩ জনকে আটক করেছে। সেই তালিকায় ছিল বৃহন্নুম্বাই মিউনিসিপল কর্পোরেশনের কর্মকর্তা ও কনট্রাক্টর্সরা। ২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মিঠি নদীর পলি নিষ্কাশন ব্যবস্থার জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল তারই বেআইনিভাবে লেনদেনের অভিযোগেই ওই কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তকারীদের অনুমান যন্ত্রপাতি প্রকৃত মূল্যের তুলনায় অনেকটা বেশি দামে পৌর সংস্থাকে বিক্রি করেছে। যার জন্য বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন (BMC)-কে বিরাট ক্ষতির মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, শুক্রে ইডি হানা শনিতে তলব অভিনেতাকে