/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/dipankar.jpg)
দীপঙ্করের শোক!
বাবা মায়ের সামনে সন্তানের মৃত্যু! এই শোক যেন মেনে নেওয়া যায় না। এবার, এক ভয়ঙ্কর সময়ের শিকার অভিনেতা দীপঙ্কর দে। ৭৯ বছর বয়সে শোকাচ্ছন্ন, মেয়েকে হারালেন তিনি।
মেয়ে বৈশালী কুরিয়াকোস গতকাল রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। কিডনি এবং হার্টের সমস্যা নিয়েই ভর্তি হন হাসপাতালে। কিন্তু আর বাঁচানো গেল না। গতকাল রাতেই সব শেষ।
ঘটনায় শোকে ভেঙে পড়েছেন দীপঙ্কর। মেয়েকে হারিয়ে যেন পাগল প্রায় হয়ে গিয়েছেন। সংবাদমাধ্যমে সীমিত শব্দেই জানিয়েছেন, বড়সর হার্ট অ্যাটাকে মেয়েকে চিরকালের মতো হারিয়েছেন তিনি। শুধু দীপঙ্কর নয়, বরং তাঁর স্ত্রী দোলন রায় নিজেও চূড়ান্ত শকে! তিনিও যেন ভাবতে পারছেন না। বলেন...
মেয়েকে হারিয়ে কোনও বাবা ঠিক থাকে? ও ভীষণ ভেঙে পড়েছে। বৈশালী একা নন, তাঁর একজন বোনও রয়েছে। দোলনের সঙ্গে সংসার বেধেছিলেন, তারপরেও বিতর্ক কম হয়নি। শোকে আচ্ছন্ন দে পরিবার।