/indian-express-bangla/media/media_files/2025/05/16/gewKdZOivxbbWlFrbfeT.jpg)
মারাত্মক শারীরিক অবস্থা দীপিকার!
Dipika Kakar Health Update: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি শোয়েব ইব্রাহিম ও দীপিকা কাকড়। দীর্ঘ চারবছর সংসার করার পর ২০১৫ সালে রনৌক স্যামসনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় দীপিকার। এরপরই শশুরাল সিমর কা-র সেটে অভিনেতা শোয়েব ইব্রাহিমের কাছাকাছি আসেন দীপিকা। ২০১৮ সালে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন তাঁরা। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। ২০২৩-এ অভিনেত্রীর কোলে আসে তাঁদের প্রথম সন্তান। সেলেব দম্পতির সুখী গৃহকোণের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শোয়েব-দীপিকা। তবে এবার এই যুগলের ভক্তদের জন্য রয়েছে মন খারাপ করা খবর। নিজের ইউটিউব চ্যানেলে জানালেন শীঘ্রই হাসপাতালে ভর্তি হবেন দীপিকা। লিভারে টিউমারের অস্ত্রোপচার হবে অভিনেত্রীর।
সোশ্যাল মিডিয়ায় দীপিকার হেলথ আপডেট শেয়ার করেছেন অভিনেতা শোয়েব ইব্রাহিম। অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা, দীপিকার দ্রুত সুস্থ হওয়ার জন্য যেন প্রত্যেকে প্রার্থনা করেন। খুব শীঘ্রই ফের হাসপাতালে ভর্তি হতে হবে দীপিকা কক্করকে। ইনস্টা স্টোরিতে শোয়েব একটি ছবি শেয়ার করেছেন যেখানে লেখা, 'আপনাদের প্রার্থনা প্রয়োজন'। আর নিজের vlog-এ পুরো বিষয়টা সকলকে জানিয়েছেন শোয়েব। অভিনেতা বলেছেন, 'দীপিকার শরীর ভাল নেই। পাকস্থলিতে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। আমি তখন চণ্ডীগড়ে ছিলাম। সেই সময় একদিন ওঁর প্রচণ্ড ব্যথা শুরু হয়। ভেবেছিল অ্যাসিডিটি হয়েছে। কিন্তু, যখন ব্যথা কমেনি তখন আমাদের পারিবারিক চিকিৎসকের সঙ্গে দেখা করে। যিনি আমার বাবারও চিকিৎসা করেছিলেন। অ্যান্টিবায়োটিকের সঙ্গে কিছু রক্তপরীক্ষা করতে দিয়েছিলেন। ৫ মে পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেয়েছে। বাবার জন্মদিনের পর থেকে ফের ব্যথা শুরু হয়। রক্তপরীক্ষায় দেখা যায় শরীরে ইনফেকশন রয়েছে।'
/indian-express-bangla/media/post_attachments/6c3fa083-9ae.jpg)
আরও যোগ করেন, 'চিকিৎসক আমাদেরকে দেখা করতে বলেছিলেন। তখন উনি সিটি স্ক্যান করার পরামর্শ দেন। সেই রিপোর্টে লিভারে টিউমার ধরা পরে। টেনিস বলের মতো সাইজের টিউমার। এটা আমাদের দুজনের কাছেই মারাত্মক একটা মুহূর্ত ছিল।' আরও কিছু টেস্টের জন্য দীপিকাকে হাসপাতালে ভর্তি হতে হবে। তারপর টিউমারের পরিস্থিতি বুঝে অস্ত্রোপচারের জন্য চিকিৎসক আমাদের দিনক্ষণ জানাবেন। চলতি সপ্তাহের শেষ আরও বেশ কিছু রিপোর্ট আসবে। লিভার থেকে টিউমার সম্পূর্ণ নির্মূল করার জন্যই অস্ত্রোপচার করতে হবে। ভিডিওবার্তায় সকলকে দীপিকার জন্য প্রার্থনা করার আর্জি করেছেন। যদি কেউ তাঁদের ঘৃণাও করেন তাঁরাও যেন এই কঠিন সময় তাঁদের পাশে থাকেন সেই অনুরোধই করেছেন শোয়েব।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us