Actress Health Update: স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন দীপিকা, একটানা ১১ দিন হাসপাতালে থাকার পর অবশেষে...

Dipika Kakar: একটানা ১৪ ঘণ্টার কঠিন অস্ত্রোপচার, ১১ দিন হাসপাতালে দীপিকা। স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রীর শরীরের বর্তমান পরিস্থিতি কী? জেনে নিন বিস্তারিত।

Dipika Kakar: একটানা ১৪ ঘণ্টার কঠিন অস্ত্রোপচার, ১১ দিন হাসপাতালে দীপিকা। স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রীর শরীরের বর্তমান পরিস্থিতি কী? জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
১১ দিন হাসপাতালে থাকার পর...

১১ দিন হাসপাতালে থাকার পর...

Dipika Kakar Health: ৩ জুন মঙ্গলবার দীর্ঘ ১৪ ঘণ্টার অস্ত্রোপচার হয়েছে দীপিকা কাকড়ের। স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। তারকা স্বামী শোয়েব ইব্রাহিম সোশ্যাল মিডিয়া পোস্ট ও ভ্লগের মাধ্যমে জানিয়েছেন ঈদের আগের দিনই আইসিইউ থেকে বের করে জেনারেল বেডে শিফট করা হয়েছে দীপিকাকে। লিভারের একাংশ কেটে বাদও দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও খুব সাবধানে থাকার ও শরীরের সঠিক যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রচণ্ড উদ্বেগের মধ্যে দিন কেটেছে পরিবারের। তবে এখন স্বস্তিতে দীপিকার পরিবার। এ যেন একটা যুদ্ধের প্রথম পর্বের সমাপতন। বাড়ি ফিরলেন অভিনেত্রী দীপিকা কাকড়। মাকে কাছে পেয়ে খুশি একরত্তি। 

Advertisment

বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় আূেরঘন পোস্টে অভিনেত্রী লিখলেন, 'দীর্ঘ ১১ দিনের লড়াইয়ে অবশেষে জয়ী স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত দীপিকা কাকড়। হাসপাতালের বিছানায় বসে একটি ছবি পোস্ট করে এই লড়াইয়ের জার্নির অভিজ্ঞতা ভাগ করলেন এককালীন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। লম্বা পোস্টে লেখেন, '১১ দিন এখানে থাকার পর বাড়ি  ফিরলাম। আমি একন টিউমার মুক্ত। চিকিৎসার একটা পর্ব মিটল। এখনও অনেকটা বাকি আছে। তবে আমি আত্মবিশ্বাসী যে আগামীর যাত্রাতেও আমি জয়ী হব। এই ১১ দিন অত্যন্ত কঠিন একটা সময় তবুও আমার চারপাশে এত ভাল মানুষ ছিল যে সেই পথটাও মসৃণ মনে হয়েছিল। কোকিলাবেন হাসপাতালের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।'

চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ দীপিকা। তাঁদের চিকিৎসা, ভালবাসা, স্নেহতেই নতুন জীবন পেয়েছেন বলে মনে করছেন। ক্যানসারের মতো মারণরোগের সঙ্গে মোকাবিলা করার জন্য তাঁরা যে সাহস জুগিয়েছেন তাতেই দীপিকা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন। চিকিৎসকদের পাশাপাশি নার্সদেরও ধন্যবাদ জানিয়েছেন দীপিকা। তাঁদের উদ্দেশ্যে লিখেছেন, 'আপনাদের প্রত্যেকের ভালবাসা, যত্নে আজ আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলাম। ভালবাসাই প্রকৃত শক্তি। সকলের প্রার্থনাতেই আমি আজ সুস্থ। আমার তরফে প্রত্যেককে অন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেই আমার চিকিৎসা যেন সফল হয় এবং আমার মনের জোর যেন অটুট থাকে।' 

Advertisment

 আরও পড়ুন ১৪ ঘণ্টার অস্ত্রোপচারের পর এখনও হাসপাতালে দীপিকা, মাকে ছাড়া কী ভাবে দিন কাটছে একরত্তির?

hindi serial cancer Dipika Kakar