Advertisment
Presenting Partner
Desktop GIF

শ্রীসান্থের স্ত্রী ভুবনেশ্বরী ও দীপিকার বর শোয়েব কি এবার বিগ বসে?

উইকেন্ড কা বার এপিসোড নিয়ে ফিরেছেন সলমন খান। সঙ্গে দীপিকা কক্করের স্বামী শোয়েব ইব্রাহিম ও শ্রীসান্থের স্ত্রী ভুবনেশ্বরী কুমারি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দীপিকা কক্করের শোয়েব ইব্রাহিম ও শ্রীসান্থের স্ত্রী ভুবনেশ্বরী কুমারি বিগ বসে

উইকেন্ড কা বার এপিসোড নিয়ে ফিরেছেন সলমন খান। সঙ্গে দীপিকা কক্করের স্বামী শোয়েব ইব্রাহিম ও শ্রীসান্থের স্ত্রী ভুবনেশ্বরী কুমারি। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের খবর, "নির্মাতারা ঠিক করেছেন বিগ বসের এই সিজনের সবথেকে চর্চিত প্রতিযোগী দীপিকা ও শ্রীসান্থের জীবনসঙ্গীদের শোয়ে নিয়ে আসার। আর শোয়েব আর ভুবনেশ্বরী তাঁদের মতো করে পার্টনারদের গতিবিধি ঠিক প্রমাণ করার চেষ্টা করেছেন। দীপিকা ও শ্রীসান্থকে কিছুটা অভিজ্ঞতা কাজে লাগাবার পরামর্শও দিয়েছেন। এমনকি সলমন খানের সঙ্গে কথা বলতে বলতে ঘরের মধ্যের নিয়ম কানুন নিয়ে আলোচনা করেছেন। যদি সব ঠিকঠাক যায় তাহলে সৃষ্টি রোডের বয়ফ্রেন্ড মনীষ নাগদেবও আসতে পারেন বিগ বসে।"

Advertisment

এভিকশনে দীপিকা শ্রীসান্থের নাম নেওয়ায় এমনিতেই হতাশ ছিলেন প্রাক্তন ক্রিকেটার। ঘর থেকে বার করে তাকে সিক্রেট রুমে রেখেছিলেন বিগ বসের নির্মাতারা। দীপিকা পুরো সপ্তাহটা জুড়ে নিজেকে অপরাধী ভাবলেন এবং প্রতিযোগীদের বিদ্রুপ তাঁকে আরও বেশি হতাশ করেছিল। যেহেতু পর্দার আড়াল থেকে সবটা দেখেছেন শ্রীসান্থ, তাই দীপিকার প্রতি তাঁর সমস্ত শ্রদ্ধা উবে গিয়েছে। তিনি কখনও আর দীপিকার সঙ্গে কথা বলবেন না।

এই সপ্তাহের প্রথমে শ্রীসান্থ হাউজে আসেন, তারপর থেকেই দীপিকাকে এড়িয়ে চলতে থাকেন। এমনকি অন্য প্রতিযোগীদের সঙ্গে একজোট হয়ে অভিনেত্রীকে উত্তেজিত করতে থাকেন। কিন্তু ক্যাপ্টেনসি টাস্কে দীপিকাকেই সমর্থন করেন তিনি। দীপিকা হেরে গেলে শ্রীসান্থ বিরক্ত হন। আর প্রাক্তন পেসারের বিরুদ্ধে চলে যায় গোটা হাউজ।

তবে এটা বেশ মজার বলতে হবে যে সলমন খান এই ঘটনায় কীভাবে কথা বলেন সেটাই দেখার। আর শোয়েব ও ভুবনেশ্বরীকেই বা কি বলেন সেটারও অপেক্ষায় রয়েছেন দর্শক।

Read the full story in English

salman khan Bigg Boss
Advertisment