/indian-express-bangla/media/member_avatars/2024-09-09t054139041z-fb.jpg )
/indian-express-bangla/media/media_files/2025/04/03/InYjN2kaofPnNIVWXp1W.jpg)
Shibu on Nandita Ray: বসকে নিয়ে কী বলছেন শিবু? Photograph: (ফেসবুক )
Shiboprasad Mukherjee-Nandita Ray: আজ বসের জন্মদিন। তিনি যেন সত্যিই পরিচালকদের বস। তাঁকে নিয়েই যেন একের পর এক হিট দিয়ে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালক বস হিসেবে যদি কাউকে শিবু ফলো করে থাকেন তাহলে তিনি নন্দিতা রায়। শুধু তাই নয়, তাঁকে নিয়ে কী বলছেন শিবু?
পরিচালক - অভিনেতা শিবপ্রসাদ বারবার বলে এসেছেন যতবার তিনি ভাল অভিনয় দেখানোর সুযোগ পেয়েছেন, ততবার নন্দিতা রায় কড়া পাহারায় ছিলেন ক্যামেরার আড়ালে। সেই মানুষটাকে সবসময় কৃতিত্ব দিয়ে এসেছেন তিনি। তাই তো আজ যখন তাঁর জন্মদিন, সেদিন আমার বস ছবির টিজার লঞ্চ করছে উইন্ডোজ। আর নন্দিতা রায়কে নিয়ে সমাজ মাধ্যমে কী লিখছেন শিবু?
"নন্দিতা রায় আমার বস, আমার গুরু, আমার বন্ধু, আমার সহযোগী, আমার পথপ্রদর্শক। তিনি সেই ব্যক্তি, যিনি বারবার স্থির করে দিয়েছেন লক্ষ্য, বারবার আমায় দেখিয়েছেন সঠিক পথ। আজ তাঁর ৭০ তম জন্মদিন। পুরুষতান্ত্রিক চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তিনি একজন সফল মহিলা পরিচালকের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বহু মানুষের অনুপ্রেরণা। ৫৫ বছর বয়সে তিনি তাঁর ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন এবং বাকিটা ইতিহাস।"
এই বয়সেও তিনি কাজ করে চলেছেন। শুধু তাই নয় এখন আমার বস, পুজোয় রক্তবীজ ২, নিজের দায়িত্বে বেঁধে রাখেন পুরো ফ্লোর। এমনকি, তাঁর পরিচালনায় কাজ করতে চাওয়ার মানুষের অভাব নেই। কিন্তু এই ইন্ডাস্ট্রিকে তাঁর অনেককিছু দেওয়া বাকি। তাই তো জন্মদিন উপলক্ষে শিবু তাঁর দিদিকে বললেন...
"দিদি, আরো অনেক পথ চলা বাকি, আরো অনেক স্বপ্ন দেখা বাকি। আগামী দিন খুব সুন্দর হোক। ভালো থাকবেন, কারণ আপনি ভালো থাকলে আমরা সকলে ভালো থাকব। হ্যাপি, হ্যাপি বার্থডে!"
কেমন হল এই ছবির টিজার?
কথায় বলে ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবন গুলিয়ে ফেলা এক্কেবারে উচিত না। একজন মানুষ অফিসের বস যখন তখন সে অনেকরকম আচরণ করলেও, ব্যক্তি সেই মানুষটা অনেকটাই আলাদা। কিন্তু, বর্তমানে যেখানে কর্পোরেট দুনিয়ায় মানুষ এক্কেবারে মেশিন হয়ে পড়ছে সেখানে যন্ত্রের মতো তাঁর কলকব্জা কাজ করলেই হল। প্রতিদিনের জীবনে এহেন অনেকরকম যুক্তিতক্কো-বাকবিতণ্ডা বসের সঙ্গে হয়েই থাকে। নিম্নপক্ষ নানা কথা শুনেও থাকে, তবে, সেই একজন সহজ ভাষায় টক্সিক বসের অফিসে যদি তাঁর ভালবাসার মানুষ মা গিয়ে উপস্থিত হয় তবে? সেই গল্পই বলবে আমার বস।