Advertisment
Presenting Partner
Desktop GIF

হঠাৎই শারীরিক অবস্থার অবনতি! অসুস্থ পরিচালক অনীক দত্ত

এখন কেমন আছেন পরিচালক?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anik dutta, bengali director

অসুস্থ অনীক দত্ত

হাসপাতালে চিকিৎসাধীন পরিচালক অনীক দত্ত ( Anik Dutta )। শারীরিক অবস্থার অবনতি হতেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Advertisment

দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যা। স্ত্রী সন্ধি দত্ত জানিয়েছেন, এই মুহূর্তে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ফুসফুসের সংক্রমণের কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। কিছুদিন আগেও চেকাপ করিয়েছেন। তবে, গতকাল থেকেই শরীরের ভাবগতি ভাল ঠেকছিল না।

আরও পড়ুন < স্ত্রী মীনাক্ষী ‘অতীত’! প্রেমিকা মোহরকে নিয়েই এবার ছাদনাতলায় দুর্নিবার >

দিন দুয়েক আগেও একটি অনুষ্ঠানে মঞ্চে ওঠানামা করতে গিয়ে অসুস্থ বোধ করছিলেন তিনি। বেশ অসুবিধাও হচ্ছিল তাঁর। ঘনিষ্ঠ সূত্রে খবর, শরীর খুব একটা ভাল যাচ্ছিল না তাঁর। কিন্তু হাসপাতালে ভর্তি হতেও চাইছিলেন না। সোমবার রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি, তারপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের তরফে জানানো হয়েছে, সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে গিয়েই তাঁর শরীর খারাপের ইঙ্গিত মিলেছিল। গতকাল রাতে শ্বাস নিতে পারছিলেন না। এখন তাঁর চিকিৎসা চলছে। আইসিইউতেই রয়েছেন তিনি। উল্লেখ্য, অপরাজিত ছবির মাধ্যমে আরেকবার টলিপাড়ায় মাইলস্টোন সৃষ্টি করেছেন অনীক। সামনে রয়েছে আরও নতুন ছবির কাজ। এখন তাঁর আরোগ্য কামনাই করছে গোটা টলিউড।

Anik Dutta Entertainment News
Advertisment