Advertisment
Presenting Partner
Desktop GIF

শুরু হওয়ার দিন কয়েকের মধ্যে আচমকাই স্থগিত 'তিরন্দাজ শবর'-এর শুটিং! হলটা কী?

গত ১৬ নভেম্বর শুরু হয়েছিল পরিচালক অরিন্দম শীলের 'তিরন্দাজ শবর'-এর শুটিং।

author-image
IE Bangla Web Desk
New Update
shabar

গত ১৬ নভেম্বর শুরু হয়েছিল পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) 'তিরন্দাজ শবর'-এর শুটিং। দুর্ধর্ষ গল্প। তারকাখচিত ছবি। চমকও রয়েছে। অতঃপর এই ছবির জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন। তবে দিন কয়েক যেতে না যেতেই বন্ধ হয়ে গেল ছবির কাজ। কারণটা কী?

Advertisment

সূত্রের খবর, 'তিরন্দাজ শবর' ক্যামেলিয়া নামে যে প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হচ্ছে, তাদের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়েছিলেন আরও এক প্রযোজক। তিনি একপ্রকার নিজে আগ্রহ দেখিয়েই 'তিরন্দাজ শবর' (Tirandaz Shabar)-এর প্রযোজনা করতে চেয়েছিলেন। তবে শুটিং শুরু হওয়ার পর হঠাৎই তিনি পিছিয়ে যান। আর তার জেরেই অরিন্দমের আগামী ছবি নিয়ে এই বিড়ম্বনা। শুরু হওয়ার দিন কয়েকের মধ্যেই বন্ধ হয়ে যায় সিনেমার শুটিং। পরিচালকের কথায় অবশ্য, শুটিং আপাতত স্থগিত থাকলেও কয়েক দিনের মধ্যেই আবার শুরু হয়ে যাবে কাজ।

প্রসঙ্গত, এই অতিমারী পরিস্থিতিতে যে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো বিনোদন দুনিয়াও বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। কত ছবির কাজ মাঝপথে আটকে রয়েছে, কত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুণছে। প্রযোজকদের কপালেও চিন্তার ভাঁজ। এমতাবস্থায়, 'তিরন্দাজ শবর'-এর কাজ বন্ধ হলেও যে পরিচালক-প্রযোজক উভয়ই আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, তা বলাই যায়। এপ্রসঙ্গে, প্রযোজনা সংস্থা ক্যামেলিয়ার কর্ণধার নীলরতন দত্তের কথায়, অতিমারীর জন্য আর্থিক ক্ষতির সম্মুখীন তাদেরও হতে হয়েছে। ইন্ডাস্ট্রিতে টাকা আটকে রয়েছে। মুক্তির অপেক্ষায় দুটো ছবি। বেশ কয়েকটি ছবি বিক্রি হয়নি। এরই মাঝে পরিকল্পনামাফিক নতুন ছবির কাজ শুরু হওয়ার পরও ওই প্রযোজক সরে যাওয়াতেই বিপাকে পড়ে ছবির কাজ। তবে খুব শিগগিরিই 'তিরন্দাজ শবর'-এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অরিন্দম শীল।

উল্লেখ্য,‘শবর’ শাশ্বত চট্টোপাধ‌্যায় (Saswata Chatterjee) আর ‘নন্দ’ শুভ্রজিৎ দত্তকে নিয়ে আবারও ‘শবর’-এর আগমনের অপেক্ষায় দর্শক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘তিরন্দাজ’ গল্পের অনুকরণেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। একটা বস্তিকে উপলক্ষ‌্য করে কাহিনি। তার সঙ্গে শ্রেণিবৈষম‌্য, ক্লাস স্ট্রাগল এসব জুড়ে আছে। একটা খুনকে কেন্দ্র করে গল্প এগোলেও তার সঙ্গে মনস্তত্ত্ব, প্রেম-যৌনতা জড়িয়ে। শাশ্বত চট্টোপাধ‌্যায়, শুভ্রজিৎ দত্ত, নাইজেল আক্কারার পাশাপাশি অভিনয়ে রয়েছেন দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমারের মতো টলিউড তারকারা। এবার অপেক্ষা শুধু শুটিং শুরু হওয়ার।

saswata chatterjee Arindam Sil
Advertisment