Advertisment
Presenting Partner
Desktop GIF

বড়পর্দায় উত্তম কুমারের বায়োপিক, কে থাকছেন মহানায়কের চরিত্রে?

মহানায়কের জীবনকাহিনি কীভাবে তুলে ধরা হবে বড়পর্দায়? জানুন বিশদে।

author-image
IE Bangla Web Desk
New Update
uttam-kumar

বড়পর্দায় আসছে উত্তম কুমারের (Uttam Kumar) বায়োপিক। পরিচালকের আসনে অতনু বোস। যিনি কিনা এর আগে 'আত্মজ', 'ব্ল্যাক কফি'র মতো ছবি পরিচালনা করেছেন। সূত্রের খবর, এই সিনেমার হাত ধরেই মহানায়কের জীবনের বহু অজানা গল্প ফুটে উঠবে সিনেমার পর্দায়।

Advertisment

কিন্তু উত্তম কুমারের চরিত্রে কে অভিনয় করছেন? সেটিই ছবির মূল আকর্ষণ। কারণ, বড়পর্দায় মহানায়কের চরিত্র ফুটিয়ে তোলা চারটিখানি কথা নয়। যথেষ্ট চ্যালেঞ্জিং-ই বটে! এর আগে অবশ্য টেলিভিশনের পর্দায় মহানায়কের জীবকাহিনি অবলম্বনে যে ধারাবাহিক তৈরি হয়েছিল, তাতে অরুণ চট্টোপাধ্যায় ওরফে উত্তম কুমারের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এবার শোনা যাচ্ছে, টলিউড ইন্ডাস্ট্রিরই কোনও এক তাবড় অভিনেতাকে দেখা যাবে মহানায়কের ভূমিকায়। তিনি কে? তা অবশ্য এক্ষুণি খোলসা করতে নারাজ নির্মাতারা। সূত্রের খবর, মুম্বইয়েরও বেশ কিছু তারকা অভিনয় করবেন বায়োপিকে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, এই বায়োপিকের নাম হতে চলেছে 'অচেনা উত্তম'।

তা শুটিং কোথায় হবে? উত্তম কুমারের বায়োপিক বললে অবশ্যই তাঁর স্মৃচি বিজড়িত ভবানীপুরের বাড়ির কথা মনে পড়ে। কিন্তু শোনা যাচ্ছে, এই বাড়ির অন্দরমহলে শুটিংয়ের অনুমতি মেলেনি। তাই শুটিং স্পট হিসেবে বেছে নেওয়া হয়েছে দার্জিলিং, টুমলিং থেকে শুরু করে গ্রামবাংলার বেশকিছু অঞ্চলকে। প্রচুর অর্থের বিনিময়ে নাকি সিনেমার স্বত্ব কেনা হয়েছে। অরুণ চট্টোপাধ্যায় থেকে ইন্ডাস্ট্রির এক নম্বর অভিনেতা উত্তম কুমার হয়ে ওঠা থেকে শুরু করে তাঁর জীবনের একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার মতো নানা অজানা কাহিনি থাকছে সিনেমায়। তবে ঠিক বায়োপিকের আকারে নয়। কিংবদন্তির জীবনীর মতো করেই 'অচেনা উত্তম' ছবিতে ফুটে উঠবে মহানায়কের জীবনের নানা অজানা কাহিনি।

tollywood Uttam Kumar
Advertisment