Advertisment

কোভিড ভ্যাকসিন নিয়েও 'করোনায় আক্রান্ত' পরিচালক হরনাথ, ভর্তি বাঙুর হাসপাতালে

পরিচালকের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

author-image
IE Bangla Web Desk
New Update
haranath

কোভিড টিকার (Covid Vaccine) দুটো ডোজই নিয়েছিলেন। কিন্তু তারপরও রেহাই পেলেন না প্রাণঘাতী ভাইরাসের থেকে। কোভিড টেস্ট করালেই টলিউড পরিচালক হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty) রিপোর্ট পজিটিভ আসে। রাজ্যে ক্রমাগত উর্দ্ধমুখী করোনার গ্রাফ। আমজনতা থেকে তারকাও বাদ যাচ্ছেন না! ইতিমধ্যেই বিনোদুনিয়ার অনেকের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এবার মারণ ভাইরাস থাবা বসালো হরনাথ চক্রবর্তীর শরীরে। কোনওরকম ঝুঁকি না নিয়েই তাই ষাটোর্দ্ধ পরিচালক ভর্তি হয়েছেন বাঙুর হাসপাতালে।

Advertisment

কেমন রয়েছেন হরনাথ এখন? জানা গিয়েছে, পরিচালকের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। শ্বাসকষ্ট নেই। তবে গন্ধহীন। এছাড়া খুব একটা উপসর্গও তেমন কিছু নেই। জ্বর ও মাথাব্যথা হওয়ায়, কোভিড পরীক্ষা করিয়েছিলেন। প্রথমটায় হোম আইসোলেশনে থাকার কথাই ভেবেছিলেন। তবে জ্বর কিছুতেই কমছিল না। তাই পরে বাঙুল হাসপাতালে ভর্তি হন। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতোই চলছেন।

এদিকে পরিচালকের আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে টলি-মহল। দ্রুত তাঁর আরোগ্য কামনা করেও অনেকে তাঁকে মেসেজ পাঠিয়েছেন।

tollywood COVID-19 Haranath Chakraborty
Advertisment