5 No Swapnomay lane: পরিচালক মানসী সিনহা এখন নিজের ছবি ৫ নং স্বপ্নময় লেন নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। এমন ইউনিক ভাবে প্রচার গ্রাম বাংলার বুকে হয় তাও আবার যাত্রাপালার সময়। কিন্তু, মানসী যেভাবে সকলকে নিজের প্রচারের মাধ্যমে মুগ্ধ করছেন...
বড়দিনে যে চারটে ছবি রিলিজ করেছিল, তাঁর মধ্যে একটি ৫ নং স্বপ্নময় লেন। একদম প্রথমের দিকে এই ছবি কেবল শহর কলকাতার কিছু সিনেমা হলে নামমাত্র শো পেয়েছিল। কিছু কিছু জায়গায় তো পছন্দের মত শো পাননি মানসী ( Manasi Sinha )। কিন্তু ধীরে ধীরে জনগণের ইচ্ছে এবং আবদারের কাছে হল মালিকরা যেন মাথানত করতে বাধ্য হলেন। শহর কলকাতা তো বটেই তাঁর সঙ্গে সঙ্গে এখন মফস্বলে দেখা যাচ্ছে এই ছবি।
কিন্তু, যেভাবে তিনি ছবির প্রচার করছেন, তাতে প্রশংসা করতে হয়। অভিনেত্রী এবং পরিচালক নিজের ছবির প্রচারের জন্য না তো, বিরাট কিছু আয়োজন করেছেন না প্রচুর পয়সা খরচ করেছেন তবে যেটা করছেন সেটা হল, মানুষের কাছে পৌঁছে যাওয়া। এমন ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে সকলে পারেন না। কিন্তু, তিনি তাই করছেন। গতকাল টোটো করে মধ্যমগ্রামে প্রচার করেছেন ছবির। এমন একজন জনপ্রিয় মানুষ, তিনি যে এভাবে প্রচার করবেন আশা করা যায়?
অভিনেত্রী টোটো করে সেখানে শুধু গেলেন না, বরং মানুষের সঙ্গে কথা বলেন। তাঁরা তো সামনে পরিচালককে দেখে অবাক। কিন্তু সাধারণ মানুষের ইচ্ছের দাম রেখে তিনি যে এভাবে, তাঁদের দরজায় পৌঁছে যাবেন এও আজকের দিনে ভাবনাতীত। কিছুদিন আগেই জানা গিয়েছিল, মফস্বলের বেশ কিছু হলে এই ছবি দেখানো হবে।
পরিচালক মধ্যমগ্রামের সেই ভিডিও আপলোড করেই লিখলেন, আমি তো আপনাদের কাছে পৌঁছে গেলাম, তাহলে আপনারা এবার দল বেঁধে আসবেন তো? উল্লেখ্য, যে চারটি বাংলা ছবি বড়দিনে রিলিজ করেছে তাঁর মধ্যে খাদান ঝড়ে তোলপাড় টলিপাড়া। এমনকি রাজ চক্রবর্তী তাঁর সন্তানকে নিয়েও বেশি ব্যবসা করতে পারেননি। কিন্তু স্লো অ্যান্ড স্টেডি ভাবে স্বপ্নময় লেন এগিয়ে চলেছে।