Advertisment
Presenting Partner
Desktop GIF

Pritish Nandy passes away: ফিল্মি দুনিয়ায় ফের শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় পরিচালক-প্রযোজক

অভিনেতা অনুপম খের প্রীতিশকে স্মরণ করে একটি আবেগঘন নোট শেয়ার করেছেন এবং লিখেছেন, "আমার অন্যতম প্রিয় এবং ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর খবর জানতে পেরে গভীরভাবে দুঃখিত ও হতবাক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pritish nandy passed away

প্রয়াত প্রিতিশ নন্দী... Photograph: (ফাইল চিত্র )

ফের সিনে দুনিয়ায় শোকের ছায়া। বছরের শুরুতেই যেন একের পর এক খ্যানাতামা মানুষের চলে যাওয়া। প্রয়াত চলচ্চিত্র প্রযোজক ও লেখক প্রীতিশ নন্দী। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার ছেলে চলচ্চিত্র নির্মাতা কুশান নন্দী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Advertisment

তিনি ২০০০ এর দশকের গোড়ার দিকে প্রীতিশ নন্দী কমিউনিকেশনের ব্যানারে সুর, কাঁটে, ঝঙ্কার বিটস, চামেলি, হাজারো খোয়াইশেঁ অ্যায়সি, প্যায়ার কে সাইড এফেক্টসের মতো চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। তাঁর সংস্থা সম্প্রতি ওয়েব সিরিজ ফোর মোর শটস প্লিজ এবং মডার্ন লাভ মুম্বাই প্রযোজনা করেছে।

অভিনেতা অনুপম খের প্রীতিশকে স্মরণ করে একটি আবেগঘন নোট শেয়ার করেছেন এবং লিখেছেন, "#PritishNandy আমার অন্যতম প্রিয় এবং ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর খবর জানতে পেরে গভীরভাবে দুঃখিত ও হতবাক। অসাধারণ কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং একজন সাহসী ও অনন্য সম্পাদক/সাংবাদিক! মুম্বাইয়ে আমার প্রথম দিনগুলিতে তিনি আমার সমর্থন ব্যবস্থা এবং শক্তির এক দুর্দান্ত উত্স ছিলেন। আমরা অনেক কিছু মিল শেয়ার করতাম। আমার দেখা সবচেয়ে নির্ভীক মানুষদের মধ্যে তিনিও ছিলেন অন্যতম। অলওয়েজ লার্জার দ্যান লাইফ। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। দেরিতে হলেও আমাদের খুব একটা দেখা হয়নি। কিন্তু একটা সময় ছিল যখন আমরা অবিচ্ছেদ্য ছিলাম!তিনি ছিলেন 'ইয়ারোঁ কা ইয়ার'-এর আসল সংজ্ঞা! আমি তোমাকে এবং আমাদের একসাথে কাটানো সময়গুলি মিস করব বন্ধু। ভালো করে বিশ্রাম নিন।" 

প্রীতিশ নন্দী ছিলেন একাধারে সাংবাদিক ও। তিনি ১৯৯০-এর দশকে দূরদর্শনে দ্য প্রীতিশ নন্দী শো নামে একটি টক শোও হোস্ট করেছিলেন যেখানে তিনি নিয়মিত সেলিব্রিটিদের সাক্ষাত্কার নিয়েছিলেন।

Advertisment

 

Death Bollywood Directors director
Advertisment