কে বাবা কে ছেলে...অভিনেতাদের আচরণ দেখে মাথাই গুলিয়ে গিয়েছিল পরিচালকের। প্রসঙ্গে অমিতাভ এবং অভিষেক বচ্চন। বাবা ছেলের কান্ড কীর্তি দেখেই চরিত্র সাজিয়ে ফেলেছিলেন আর বালকি! কিন্তু কী ঘটেছিল?
বাস্তবের থেকেই অনুপ্রেরণা পান পরিচালকরা। তাই, চোখের সামনে এমন এক ঘটনা দেখেই মাথায় এসেছিল এক বিখ্যাত চিত্রনাট্য। অমিতাভের ছবির প্রমোশনে গিয়েই পা ছবির কথা মাথায় এসেছিল তাঁর। চিরাচরিত গল্পের বাইরে বেরিয়ে একদম ভিন্ন একটা স্টোরি লাইন বাঁধতে চেয়েছিলেন তিনি। বাবা ছেলের গল্প তো অনেক হয়, কিন্তু এমন এক গল্প তিনি বুনতে চেয়েছিলেন যাতে তাজ্জব বনে যান সকলে।
আরও পড়ুন < ‘যে কাজে আমার দক্ষতা নেই…’, ইন্ডাস্ট্রিতে পরপর হিট, তাও কেন একথা বললেন জিৎ? >
বালকি, সেদিনের সেই গল্প প্রসঙ্গেই বলেন, "পা ছবির পরেই আমায় অনেকে জিজ্ঞেস করেছিলেন যে কী ভেবে আমি এই ছবি বানিয়েছিলাম? আমি একটাই কথা বলি, যে কিছুই ভাবি নি। একদিন অমিতাভের বাড়িতে গিয়েছিলাম। অভিষেক খুব চিন্তিত মুখে ঘরে ঢুকেই কী যেন খুঁজতে শুরু করলেন। আর তাঁকে দেখে অমিতাভ এমন বোকার মত আচরণ করতে শুরু করলেন, আমি তো অবাক! কে বাবা কে ছেলে আমি বুঝতেই পারছি না। অমিতাভ ছেলের সঙ্গে মজা করছেন, পিছনে লাগছেন..কিন্তু অভিষেক একদম সিরিয়াস... আমি শেষে জিজ্ঞেস করে বসলাম আপনাদের মধ্যে বাবা কে?"
এরপরই তাঁর মাথায় চলতে থাকে যে কখনও যদি তাঁদের নিয়ে কাজ করতে হয় তবে রিভার্স করবেন। এমন এক গল্প ফাঁদবেন যা আগে কেউ দেখেনি। পরিচালকের কথায়, আমি সাজিয়ে নিয়েছিলাম মাথায়। শুধু একটা ভাল আইডিয়ার দরকার ছিল।