scorecardresearch

বড় খবর

‘বয়কট করতেও যোগ্যতা লাগে…’, ‘পাঠানে’র সাফল্যে বিতর্ককে বুড়ো আঙুল পরিচালকের

অনেকদিন ধরেই টার্গেটে রয়েছেন শাহরুখ, পরিচালক বললেন…

SHAH RUKH KHAN, PATHAAN, ASKSRK, PATHAAN NEWS, PATHAAN SHAH RUKH KHAN, PATHAAN BOX OFFICE RECORD, PATHAAN 1000 CRORE, PATHAAN YASH RAJ FILM, PATHAAN SHAH RUKH COMBACK, PATHAAN RECORDS, SRK PATHAAN, PATHAAN BOX OFFICE COLLECTION, PATHAAN HALL LIST, PATHAAN SHOW TIME, DEEPIKA PADUKONE, JOHN ABRAHAM, BOLLYWOOD NEWS ON PATHAAN , TOLLYWOOD NEWS ON PATHAAN, PATHAAN SUCCESS IN KOLKATA, PATHAAN SUCCESS IN MUMBAI, SRK, SRK UNIVERSE, SRK FAN WORLD, শাহরুখ খান, পাঠান, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, জন আব্রাহাম, পাঠান রেকর্ড, বলিউডের খবর
১০০০ কোটি আয় 'পাঠান'-এর

‘পাঠান’ মুক্তির পর থেকেই বক্স অফিসে সুপারহিট। শাহরুখ ফ্যানদের মধ্যে চরম উত্তেজনা। স্পাই ইউনিভার্সের এই ছবি কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। প্রথম থেকে বিতর্ক, কিন্তু কোনও বিতর্কই টিকতে পারল না শাহরুখের সামনে। বিরাট চ্যালেঞ্জ নিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ, ছবি সফল হতেই নেপথ্যের কারণ জানালেন তিনি।

দেশ জুড়ে ‘পাঠান’ বয়কটের রেশ উঠেছিল। বিশেষ করে দীপিকার ‘বেশরম রং’ গানের পর থেকেই উত্তাল চারিপাশ! ভয় পেয়েছিলেন পরিচালক সাহেব? নাকি ভরসা ছিল শাহরুখের ওপর? কিং খান আগেই জানিয়েছিলেন ছবির স্ক্রিপ্ট থেকে ডায়লগ সবকিছুই সিদ্ধার্থ এবং আদিত্যর সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। কিন্তু পরিচালকের, ছবি বয়কট এবং পরবর্তীতে এর সাফল্য প্রসঙ্গে কী মতামত? তিনি বললেন…

“আমি শুধু এটুকু জানি, ওরা এই ছবিকে বয়কট করতে চেয়েছিল আর বিরাট সংখ্যক দর্শক – অনুরাগীরা নিজেরা দায়িত্ব নিয়ে এই ছবিকে সমর্থন করেছে। আমি মনে করি, কোনও কিছু বয়কট করতে গেলে বা এর বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে যোগ্যতা থাকা দরকার। পাঠানের সঙ্গে তাঁরা যেটা করতে গিয়েছিল সেটা হাস্যকর, এবং ফলস্বরুপ দর্শক তাঁর রায় দিয়ে দিয়েছেন”। এখানেই শেষ নয়, সিদ্ধার্থ এর মতে শাহরুখ শেষ কিছু বছর ধরেই টার্গেটে রয়েছেন। তাই এই ছবি নিয়ে উত্তেজনা থাকবে, আগে থেকেই আন্দাজ করেছিলেন তিনি।

আরও পড়ুন [ ‘পাঠানে’র কাছে পরাস্ত ‘ব্রহ্মাস্ত্র’! নীরবতা ভেঙে আলিয়া বললেন… ]

পরিচালক বলেন, “শাহরুখ বেশ কিছুদিন ধরে নজরে রয়েছেন। সেই মানুষটি একটি বিরাট অঙ্কের বাণিজ্যিক ছবির কান্ডারী, একটু সমস্যা তো থাকতই। তবে, শাহরুখকে তাঁরা ভালবাসেন, ছবিটি তাঁরা পছন্দ করেছেন। এই বিতর্কের জেরে বরং প্রসার ঘটেছে আমাদের”। উল্টে পরিচালক সিদ্ধার্থ আরও জানিয়েছেন, এটা শাহরুখের কামব্যাক নয় কারণ উনি এখানেই ছিলেন কোথাও যাননি।

প্রসঙ্গত, সাতদিনে বিরাট সাফল্য..বলিউডের নজর ছিল কিং খানের দিকে। হাল ফেরাবেন শাহরুখ? প্রশ্ন এমনও উঠেছিল। তবে, এই পরীক্ষায় যে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছেন শাহরুখ সেকথা বলাই যায়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Director siddharth anand said boycott pathaan has to be merit in that