/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Untitled-design-2022-01-02T183851.321.jpg)
ট্যুইট করে এই খবর দেন পরিচালক।
Covid Infection in Bengal: বছরের শুরুতেই টলিউডে দুঃসংবাদ বয়ে আনল করোনা সংক্রমণ। কোভিড আক্রান্ত হলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ট্যুইট করে নিজেই এখবর জানান পরিচালক। পাশাপাশি তাঁর পরামর্শ, ‘গত কয়েকদিন যারা সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিজেদের আইসোলেটেড রাখেন।‘ সৃজিতের মেয়ে এবং স্ত্রী মিথিলা, দু’জনে পরিচালকের থেকে পৃথক থাকছেন। সেই ট্যুইটে উল্লেখ করেন সৃজিত মুখোপাধ্যায়।
I have tested positive for Covid and am isolating myself. For everyone who has come in contact with me in the last 72 hrs, please test yourself.
— Srijit Mukherji (@srijitspeaketh) January 1, 2022
টলিউড সুত্রে খবর, শুধু সৃজিত মুখোপাধ্যায় নয়, করোনা আক্রান্ত সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ও। বছর শুরুতেই এভাবে পরিচিত মুখ সংক্রমিত হওয়ায় কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে ইন্ডাস্ট্রির। ইতিমধ্যে টলিউডের কাছের মানুষ হিসেবে পরিচিত, রাজ্যের মন্ত্রী এবং টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসও করোনা সংক্রমিত হয়েছে। তৃণমূল সুত্রে এমনটাই খবর। যদিও প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন। এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছে তাঁদের ঘনিষ্ঠরা।
এদিকে,গত চারদিনে রাজ্যে চারগুণ বেড়েছে করোনার সংক্রমণ। বেড়ে চলা সংক্রমণে লাগাম পরাতে ফের একবার কড়া বিধি-নিষেধের পথে হাঁটল রাজ্য সরকার। আগামিকাল থেকেই জারি হচ্ছে অনির্দিষ্টকালীন এই বিধি-নিষেধ। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যসচিব।
কালথেকেকিকিবিধি-নিষেধজারিহল? কোথায়নিয়ন্ত্রণ? দেখেনিনএকনজরে
*রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। প্রশাসনিক কাজ চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।
*সব সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। ওয়ার্ক ফ্রম হোম-এ উৎসাহ দিতে হবে।
*কাল থেকেই বন্ধ সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার, সেলুন।
*সব চিড়িয়াখানা, বিনোদন পার্ক, পর্যটন কেন্দ্র বন্ধ।
*শপিং মল, মার্কেট কমপ্লেক্স রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ ক্রেতা নিয়ে খুলে রাখা যাবে।
*রেস্তোরাঁ, পানশালা ৫০ শতাংশ ক্রেতা নিয়ে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে।
*দুয়ারে সরকার একমাস পিছোল, ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু
*রাত ১০টা পর্যন্ত সিনেমা হল, থিয়েটার ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু রাখা যাবে।
*সভা ও সেমিনারে সর্বোচ্চ ২০০ জন হাজির থাকতে পারবেন। কোনও প্রেক্ষাগৃহে সভা-বৈঠক হলে ৫০ শতাংশ আসন ভর্তি রাখা যাবে।
*সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন হাজির থাকতে পারবেন।
*বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি হাজিরায় নিষেধাজ্ঞা।
*শেষকৃত্যের কর্মসূচিতে ২০ জনের অধিক থাকতে পারবেন না।
*৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। সন্ধে সাতটার পর লোকাল ট্রেন বন্ধ।
*৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।
*রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত গাড়ি চলাচল ও রাস্তায় যাতায়াত নিষিদ্ধ। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন