Advertisment
Presenting Partner
Desktop GIF

গা থেকে খুলে পড়ছে শাড়ি! 'আর কতদিন শরীর দেখাবেন?' রে-রে করে উঠল ভক্তরা

হোঁচট খেতে খেতে বাঁচলেন তো? তুখোড় শোরগোল নেটপারায়

author-image
IE Bangla Entertainment Desk
New Update
disha patani, disha patani weird dresses, disha actress bollywood

দিশা পাটানির লুক ঘিরে বিতর্ক

নিতা মুকেশ আম্বানির কালচারাল সেন্টারের উদ্বোধনে সেদিন বিরাট আয়োজন। সেলেবদের সাজ দেখে বলিউড মেট গাল বলেই সম্বোধন করেছেন নেটপাড়া। শুধু তাই নয়, তাঁদের কথায় হলি সেলেবরা সেজেছেন এমন সুন্দর করে, আর বলিউড!

Advertisment

তারইমধ্যে নজর কেড়েছিলেন বেশ কিছু তারকাও। আলিয়া ভাট থেকে রশ্মিকা। এদিকে, ভুমি পেডনেকর এবং দিশা পাটানি ছিলেন সবথেকে খারাপ পোশাকের চর্চায়। পরনে শাড়ি, কিন্তু সাজের এ কি বহর? অফ শোল্ডার ব্লাউজ, মিন্ট রঙের শারি…কিন্তু তাঁর ধরন ঠিক নয়! এমনই মন্তব্য শোনা গেল। কিন্তু অভিনেত্রীকে দেখে মোটেই খুশি নন বাকিরা।

সিলভার সিকুইন শাড়িতে একেবারেই বেমানান দিশা, এমনই দাবি করছেন নেটিজেনরা। তাঁদের কথায়, এর ফ্যাশন সেন্স সবসময় এমন জায়গায় থাকবে। আবার একজনের কথায়, এ নতুন কিছু ট্রাই করেনা কেন? কারওর কথায়, সবসময় স্কিন দেখালে চলে? এই ধরনের ড্রেসিং সেন্স বুঝতে পারেন না অনেকেই…এমনই দাবি করেছেন অনেকে।

বলিউডের মেট গালা, NMACC-কে ফিল্মফেয়ারের মঞ্ছ বানিয়ে ফেলেছেন তো? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চার শেষ নেই। দেশের মানুষ নিতা আম্বানির উদ্যোগকে ভালভাবে নিলেও তারকাদের আচরণ দেখে রীতিমতো অবাক।

bollywood Entertainment News
Advertisment