Jackie Chan: ভয়ঙ্কর পরিস্থিতিতে নায়িকারা কত কাণ্ডই না করেন। তাঁর সঙ্গে সঙ্গে এও দেখা যায়, তাঁরা নানা প্রাকৃতিক সমস্যার মোকাবিলা করেই এহেন কান্ড করেন। কিন্তু, যদি এমন একজন মানুষ সঙ্গ থাকে, তাহলে কিন্তু অনেককিছুই সম্ভব। যেমন? দিশা পাটানি সেরকমই একটি পোস্ট শেয়ার করেছেন।
অভিনেত্রী নিজের অভিনয়ের থেকে বেশি পোশাক নিয়ে আলোচনায় থাকেন। তাঁর সঙ্গে সঙ্গে কিছুদিন আগে আইপিএল এ এসে কলকাতায় তাঁর পারফরমেন্স নিয়ে দারুণ সমালোচনা হয়। কিন্তু, দিশার সঙ্গে যখন জ্যাকি চ্যান মিলেছিলেন, তখন কী হয়েছিল? জ্যাকি, যিনি একজন কিংবদন্তী মানুষ, দিশা তাঁর জন্মদিনেই নানা কথা পোস্ট করেছেন। জ্যাকি চ্যান তাঁকে যেভাবে সাহায্য করেছিলেন, সেকথা আজও মনে রেখেছেন তিনি।
পরনে সাদা রঙের কোট, জ্যাকিকে নিয়ে নানা ধরনের পোস্ট করলেন তিনি। তাঁকে ভালবেসে তাগু বলে ডাকেন। একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পারে তাঁর অন্তরের যে অনুভূতি সেটি ভাষায় প্রকাশ করার মত নয়। তিনি বলছেন, "এমন ভাল মানুষ আমি দুটো দেখিনি। সবসময় চেষ্টা করেছেন যেন আপনার চারপাশের সকলে আনন্দে থাকেন এবং সুরক্ষিত থাকেন। আমি আশা করব একদিন আপনার থেকে শেখা বিষয়গুলো আমি কাজে লাগাতে পারব। তোমার কাছের মানুষদের জন্য যে ধরনের আত্মত্যাগ তুমি করেছো, সেটা সাংঘাতিক!"
/indian-express-bangla/media/post_attachments/3f41f130-ca2.png)
এখানেই থামলেন না। তাঁর সঙ্গে সঙ্গে যে এক ভয়ঙ্কর পরিস্থিতির কথা শেয়ার করলেন সেটি শুনলে চমকে যেতে হয়। দারুণ ঠান্ডা এবং বরফ জলে দিশা প্রায় মরে যাচ্ছিলেন। কিন্তু, জ্যাকি তাঁকে বাঁচিয়েছেন। বললেন, "আইসল্যান্ড! -২০° সেলসিয়াস তাপমাত্রা, ঝোড়ো হাওয়া, তারপর ৪ ঘণ্টা ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকত হলো। তুমি দারুণ স্ট্রং ছিলে। আর আমি ভাবছিলাম যে অতিরিক্ত ঠান্ডায় যন্ত্রণায় মরে না যাই। কিন্তু, অদ্ভুত! জ্যাকি চ্যানের সঙ্গে শুটিং এক্সপেরিয়েন্স এর জন্য আমি করে গেলাম।"
প্রসঙ্গে, দিশা পাটানি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে সরে আছেন। কিন্তু, এদিক ওদিক নানা পারফরমেন্স দিয়ে দেখা যায় তাঁকে।