Ditipriya Roy: মধ্যরাতে দিতিপ্রিয়াকে আপত্তিকর ছবি, সহ-অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পর্দার রাসমণির

গতকাল দিতিপ্রিয়া যা যা শোনালেন, তাতে গায়ে কাঁটা দিয়ে উঠবে। সহ অভিনেতা জিতুর নাম না করেই হাঁটে হাঁড়ি ভাঙলেন পর্দার রানী রাসমণি। অভিনেত্রী যে যে অভিযোগ করলেন তাঁকে নিয়ে, চমকে যেতে হয়।

গতকাল দিতিপ্রিয়া যা যা শোনালেন, তাতে গায়ে কাঁটা দিয়ে উঠবে। সহ অভিনেতা জিতুর নাম না করেই হাঁটে হাঁড়ি ভাঙলেন পর্দার রানী রাসমণি। অভিনেত্রী যে যে অভিযোগ করলেন তাঁকে নিয়ে, চমকে যেতে হয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
diti

বিস্ফোরক অভিনেত্রী!

বর্তমানে টলিপাড়ায় দেব-শুভশ্রী ছাড়াও আরেক জুটিকে নিয়ে তোলপাড়। অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে জিতু কমল এবং দিতিপ্রিয়ার মধ্যে অশান্তির কথা। শেষ কিছুদিন ধরেই অভিনেত্রীকে নিয়ে চর্চা। বাংলা ধারাবাহিক, চিরদিনই তুমি যে আমারের দুই লিড নায়ক -নায়িকার মধ্যে নাকি চাপা অসন্তোষ বাড়ছে। কিছুদিন আগেই জিতু বলেছিলেন, তিনি দিতিপ্রিয়াকে শ্রদ্ধা করেন। তাঁদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নাকি হয়নি। 

Advertisment

কিন্তু, গতকাল দিতিপ্রিয়া যা যা শোনালেন, তাতে গায়ে কাঁটা দিয়ে উঠবে। সহ অভিনেতা জিতুর নাম না করেই হাঁটে হাঁড়ি ভাঙলেন পর্দার রানী রাসমণি। অভিনেত্রী যে যে অভিযোগ করলেন তাঁকে নিয়ে, চমকে যেতে হয়। একজন সহ-অভিনেতা যে এই ধরণের কথা বলতে পারেন, বিশ্বাস হওয়ার মত নয়। কী কী লিখলেন দিতিপ্রিয়া?

"শেষ কিছুদিন ধরে চলতে থাকা আমাকে নিয়ে নানারকমের আলোচনা দিয়ে আমি চুপ ছিলাম। ভেবেছিলাম ইগনোর করলে হয়তো ব্যাপারটা সকলে মানিয়ে গুছিয়ে নেবে। একটি ছবি পোস্ট করা নিয়ে জলঘোলা শুরু হয়। প্রোডাকশন টিম সব সময় আমাদেরকে কিছু ছবি দিয়ে থাকে। আমার সহ অভিনেতা সেইসব ছবি পোস্ট করেছিলেন। যেগুলির মধ্যে একটি আমার একদম ভালো লাগেনি। এরপরে তিনি ছবিটা ডিলিট করেন। এরপর তিনি ইন্টারভিউতে বারবার বলেছেন, তাঁর পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ এবং নোংরা কমেন্ট এসেছে। এবং তাতে নাকি আমি খুব কষ্ট পেয়েছি। তবে আমি তো তাঁর সঙ্গে কোন কথাই বলিনি।" 

Advertisment

 

এরপরই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন দিতিপ্রিয়া। জিতু কিছুদিন আগে জানিয়েছিলেন, তিনি নাকি অভিনেত্রীকে অত্যন্ত শ্রদ্ধা এবং স্নেহ করেন। দিতিপ্রিয়ার ডেডিকেশন নাকি অন্যরকমের। অভিনেতার এই মন্তব্যের প্রেক্ষিতে তিনি জানান, আমার সহ অভিনেতা আমাকে সম্মান করবেন এটাই আমি বিশ্বাস করতে চাই। তার পরবর্তীতে দিতি যা বললেন... অভিনেত্রীর কথায়...

"প্রথম এক মাসের পর থেকে আমার খুব একটা আমার সাথে কথা বলেননি। শুধু হোয়াটসঅ্যাপে উনি যোগাযোগ রাখেন। আমি তাকে কারণ জিজ্ঞাসা করলেই বলেন তোমার মাকে ভয় পাই কিন্তু তোমাকে খুব সম্মান করি। উনি আমাকে এতটাই স্নেহ এবং সম্মান করেন, যে একদিন আমাকে জিজ্ঞাসা করেন 'ওই ইভেন্টে যাচ্ছ?' আমি বলি, না আমার ডাক্তারের কাছে অ্যাপোয়েন্টমেন্ট আছে। তিনি জানতে চান, 'কেন, তুমি কি প্রেগন্যান্ট?' আরেকটি ঘটনা শেয়ার করি, এআই দিয়ে বানানো একটি ছবিতে দেখা যায় যে আমরা দুজন দুজনকে চুম্বন করছি। মধ্যরাতে সেই ছবি উনি আমাকে পাঠিয়ে বলেন, 'এই ছবিটা বয়ফ্রেন্ড কে পাঠাও, এক রাতের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে।' একদিন আমাকে বলেন তোমার সাথে আমার কথা আছে, তোমার মা যেন জানতে না পারেন, কাকিমা কে আমি ভয় পাই।"

এই সমস্ত ঘটনা শুটিং করে সকলেই জানেন বলে দিতিপ্রিয়া জানিয়েছেন। এবং এই সমস্ত ঘটনায় তিনি খুব অস্বস্তিতে পড়েছেন, এমনটাও দাবি করেছেন তিনি। তাহলে চুপ কেন ছিলেন তিনি? কেনই বা এতদিন এ সমস্ত কিছুর বিরুদ্ধে কথা বললেন না? উত্তরে অভিনেত্রী বলেন... "আমি এতদিন চুপ ছিলাম, কারণ গন্ডগোল করে কাজ নষ্ট করার শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি। কিন্তু আর চুপ থাকতে পারলাম না। কিছু মানুষ মুখ বুঝে সহ্য করে গেলে সীমা ছাড়িয়ে যায়। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করি নি আর করবও না। প্রতিদিনের এই কাটাছেঁড়া খুব এক তরফা হয়ে যাচ্ছে।" অভিনেত্রী এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি প্রয়োজনে NOC- দিয়ে সরেও যেতে পারেন। 

Entertainment News Jeetu Kamal Ditipriya Roy Entertainment News Today