/indian-express-bangla/media/media_files/2025/03/11/jkV2r1XjDgkaKzP1cqkK.jpg)
jeetu-Diti: শেষে জিতুকে নিয়ে কোন সিক্রেট ফাঁস করলেন দিতি? Photograph: (Instagram)
Ditipriya Roy-Jeetu: ১৫ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধতে বাঁধতেই জিতু কমলকে নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা। এমনকি, দেখা যাচ্ছে কেউ কেউ এমনও দাবি তুলেছিলেন জিতু সমবয়সী অভিনেত্রী নাকি পান না। সবসময় নয়তো বয়সে বড় আর নয়তো খুকুমণি কেউ। তবে, জিতু এসব শুনতে শুনতে বহু সময় পার করছেন।
অন্যদিকে দিতিপ্রিয়া তাঁর রাসমণি ধারাবাহিকে অনেক বয়সে বড় তারকার সঙ্গে কাজ করেছিলেন। তবে, এবার জিতুকে নিয়ে এমন এক কথা তিনি বলে বসেছেন, যাতে নেটপাড়ায় আরও আলোচনা। জিতু কমল যিনি বর্তমানে বহুদিন পর ধারাবাহিকে ফিরেছেন, এই সিরিয়ালের মূল গল্প অসমবয়সী প্রেম। যা আগেও বহুবার হয়েছে। কিন্তু, জিতুর কোলে চেপে ঘুরেছেন দিতিপ্রিয়া? এ আবার কি কথা? নায়িকাকে কোলে তোলা নায়কের কাছে নেহাতই নতুন ঘটনা না। তবে কোলে করে ঘুরে বেড়িয়েছেন?
জিতু একেবারেই বলতে চাননি এই প্রসঙ্গে। কিন্তু অভিনেত্রীকে কে সামলায়? তিনি তো আসল রহস্য খোলসা করে বসলেন। একেই তাঁদের জুটি নিয়ে এত চর্চা, নায়িকা বললেন, "জিতু একদিন আমাকে বলছে, তুমি কি জানো তুমি ছোটবেলায় আমার কোলে উঠেছ? আসলে আমরা তখন আগের বাড়িতে থাকতাম। বাবার বেড়ে ওঠা যে বাড়িতে। ও সেই বাড়ি থেকে তিন চারটে বাড়ি পরে থাকত। তখন সত্যি ছোট ছিলাম। ও নাকি আমায় কোলে নিয়ে ঘুরেছে।"
জিতু কমল নিজেও বহুদিন পরে ধারাবাহিকে ফিরেছেন। আর দিতিপ্রিয়াও তাই। সিরিজ এবং সিনেমার ব্যস্ততা ছেড়ে তিনি আবারও গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে যেতে পারেন কিনা সেই নিয়েও রয়েছে প্রশ্ন। একসময় জি বাংলার পর্দায় তিনি রানী রাসমণি হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর রক্কে করো রগুবীর - এই সংলাপ নিয়ে কম মিম বা কম খোরাক হয়নি।
উল্লেখ্য, জিতুর শেষ ছবি শ্রাবন্তীর সঙ্গে রিলিজ করেও খুব একটা লাভের মুখ দেখেনি। এদিকে, এই ধারাবাহিকে দুই ভিন্ন বলয়ের মানুষ কিভাবে একে অপরের কাছাকাছি আসে, সেটাই দেখার। এমনকি, দুজনের রসায়ন আদৌ মনে ধরে কিনা সেটাও তো সময় বলবে।