Advertisment
Presenting Partner
Desktop GIF

Ditipriya Roy: নতুন সম্পর্কই দায়ী? প্রেমের মানুষটির জন্যই বাবা-মায়ের থেকে ক্রমশ দূরে সরছেন দিতিপ্রিয়া!

Ditipriya Roy Boyfriend: প্রেমিকের জন্যই এখন এই অবস্থা, দিতি প্রকাশ্যে আনলেন সত্যিটা!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ditipriya roy, ditipriya roy boyfriend

Ditipriya Roy Boyfriend: নতুন মানুষের কারণেই গুরুত্ব কমছে তাঁর?

Ditipriya Roy Relationship: প্রেম করছেন দিতিপ্রিয়া রায়। এই খবর তো আগেই জানিয়েছিলেন তিনি। কিন্তু, চর্চায় থাকবেন না বলেই নামটা সকলের থেকে লুকিয়েছিলেন। জানিয়েছিলেন, এখন থেকেই তিনি আলোচনার বিষয় হতে চান না।

Advertisment

কিন্তু, সেই গুড়ে বালি! অভিনেত্রীর মা জানিয়ে দিয়েছিলেন তাঁর প্রেমিকের নামটি। আদরের রিভুবাবুর মুখ দেখা গেলেও নামটি প্রকাশ্যে এনেছিলেন তিনি। মেয়ের প্রেমিকের সঙ্গে একটি মিষ্টি ছবি প্রকাশ্যে এনেই গন্ডগোল পাকালেন। অভিনেত্রী সেই ছবি নিজে শেয়ার করে আরও জলঘোলা করলেন।

কিন্তু, প্রেম করার সঙ্গে সঙ্গে বাড়িতে যে তাঁর গুরুত্ব কমেছে একথাও পরিষ্কার জানিয়েছেন তিনি। অভিনেত্রী কি তবে প্রেমের কারণেই দূরে সরেছেন বাবা মায়ের থেকে? প্রকাশ্যে আনলেন সত্যিটা। শিল্পী দুর্নিবার সাহার স্ত্রী মোহর সেন সেই ছবিতেই মন্তব্য করে বলেন, এটাই হবে! আর দেখবি নিজের বাড়িতেও পাত্তা পাবি না। এরপরই আসল কথা বলেন অভিনেত্রী...

আরও পড়ুন - Tasnia Farin: রমজানের মাসে রোজা না রেখে খেয়েই চলেছেন তাসনিয়া! তেড়েফুঁড়ে উঠলেন বাংলাদেশীরা…

তাঁর কথায়, "একদম ঠিক! পাত্তা পাচ্ছি না তো, আমি তো এখনই সেটা বুঝতে পারছি। তাও, ভাগ্য ভাল ও এখানে থাকে না। ন মাসে ছ মাসে আসে এখানে।" অভিনেত্রীর এই মন্তব্যেই হাসছেন অনেকে। আবার কেউ বলছেন, এখনি লেফট আউট?

উল্লেখ্য, সিরিজ কিংবা সিনেমা, দিতিপ্রিয়া বেশ চেনা মুখ। বর্তমানে রাজনীতি সিরিজের দ্বিতীয় ভাগের শুটিং করতে ব্যস্ত তিনি। তাঁর সঙ্গে সঙ্গে নতুন প্রেমের মাখোমাখো ব্যাপার। এখন, কতদিনে তাঁর কাছের মানুষকে সকলের সামনে আনেন সেটাই দেখার।

tollywood Ditipriya Roy Entertainment News
Advertisment