Advertisment
Presenting Partner
Desktop GIF

করোনায় আক্রান্ত 'রানিমা' দিতিপ্রিয়া-সহ গোটা পরিবার, শ্বাসকষ্টের সমস্যা অভিনেত্রীর

ভ্যাকসিন নিয়েও সংক্রমণ দিতিপ্রিয়ার মা-বাবার।

author-image
IE Bangla Web Desk
New Update
ditipriya

টেলিপাড়ায় ইতিমধ্যেই অনেকের কোভিড (Covid-19) পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এবার মারণ ভাইরাস থাবা বসালো টেলিদর্শকদের প্রিয় 'রানিমা' ওরফে দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) শরীরে। একই সঙ্গে আক্রান্ত অভিনেত্রীর পরিবারও। মা-বাবা সম্প্রতি ভ্যাকসিন নিয়েছিলেন। কিন্তু তাতেও প্রাণঘাতী ভাইরাসের থেকে রেহাই মেলেনি। ফ্লোরে কোভিড সুরক্ষাবিধি মেনে শ্যুটিং হলেও বারবার কেন অভিনেতা-অভিনেত্রীরা করোনায় আক্রান্ত হচ্ছেন? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ভাবিয়ে তুলেছে ইন্ডাস্ট্রির অনেককে।

Advertisment

কেমন আছেন দিতিপ্রিয়া এখন? খোঁজ নিয়ে জানা গেল, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে খানিক। শরীরও প্রচণ্ড দুর্বল। দু'দিন ধরে অভিনেত্রীর গলা খুশখুশ, মাথা ব্যথার সমস্যা। সর্দি-কাশি হলে যেমন অস্বস্তি লাগে ঠিক তেমন অনুভূতি শরীরে। এরপরেই আচমকা স্বাদ-গন্ধহীন হয়ে পড়েন দিতিপ্রিয়া। এছাড়া আর কোনও উপসর্গ না থাকলেও করোনায় কাবু হয়ে পড়েছেন টেলিপাড়ার 'রানিমা'।

প্রসঙ্গত, দিতিপ্রিয়ার মা-বাবা দুজনেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। বাবা উপসর্গহীন হওয়ায় প্রথমে বোঝা যায়নি। তবে মা-মেয়ের কোভিড ধরা পড়ার পর বাবার টেস্ট করানো হয়। মায়ের শরীর কিছুটা খারাপ ছিল, দু দিন জ্বরে ভুগেছেন। তবে এখন ভাল রয়েছেন তিনজনেই।

প্রিয় পোষ্য পপকর্নকে নিয়েই দিন কাটছে দিতিপ্রিয়ার। এছাড়াও শুয়ে, বসে, বই পড়েই সময় কাটাচ্ছেন বেশিরভাগ। বাড়িতে রয়েছেন অভিনেত্রীর মাসি। তিনিই সব খাবারের ব্যবস্থা করছেন, যিনি কিনা নিজেও রয়েছেন আইসোলেশনে। এদিকে রানিমা অসুস্থ হওয়ায় বিপাকে 'করুণময়ী রানি রাসমণি' (Karunamoyee Rani Rashmoni) টিম। আপাতত ব্যাঙ্কিং দিয়েই চলছে ধারাবাহিকের সম্প্রচারণ।

tollywood COVID-19 Ditipriya Roy
Advertisment