কী করতে মরতে হয়, তাঁর স্পেশ্যাল ট্রেনিং দিচ্ছেন সলমন খান! সে কি কথা! আজকাল এইসব শুরু করেছেন বলিউডের ভাইজান....বিশেষ এই কাজের কথা স্বীকার করলেন অভিনেত্রী।
দিব্যা দত্ত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কাজ করেছেন নানা ছবিতে। তাঁকেই নাকি করে যাওয়ার বিশেষ ট্রেনিং দিয়েছিলেন সলমন। প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি। কী ঘটেছিল আসলে? কপিল শর্মার শোয়ে এসেই এই ভয়ঙ্কর কথা জানান তিনি। শুনে তাজ্জব অনেকেই। একেই তখন সলমনের ওপর প্রেম উথলে উঠেছে দিব্যার, সে কিনা এসব শিখিয়েছেন?
আরও পড়ুন < অভিনেতা হওয়ার ইচ্ছেই ছিল না! স্কুল পালিয়ে কী এমন রাজকার্যে যেতেন অনিন্দ্য? >
তবে, ঘটনা ঘটেছে সম্পূর্ণই সিনেমার খাতিরে। অভিনেত্রী বলেন, "আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, জানতাম না কি করতে মরার অভিনয় করতে হয়। আমি এমনিও বদ্ধ আচরণ করতে পারি না। আমার দম বন্ধ হয়ে আসে। সেখানে আমায় মরতে হত। এমন অভিনয় করতে আমি পারছিলাম না।" তখনই সলমনের ডাক পড়ে। কিন্তু কেন? অভিনেত্রী হেসে বলেন...
"সলমনকে গিয়ে বলা হয় ও মরতে পারছে না। তখনই ও আসে, আর এসে আমায় দেখায় কীভাবে মরার অভিনয় করতে হয়। এবার ভাবুন, সলমন সামনে! আমার বিরাট ক্রাশ তার ওপর, ও যেখানে মরে যাচ্ছে আমি কি করে না মরে থাকি?" একথা শুনেই হাসাহাসি ফ্লোর জুড়ে।