Advertisment

চুমু খাবেন ভেবেই ছাদে গিয়ে বসেছিলেন ইরফান, আনন্দে নাকি...?

কী ভাবনা চিন্তা ঘুরছিল তাঁর মাথায় যে, শেষে ছাদে গিয়ে বসেছিলেন তিনি?

author-image
Anurupa Chakraborty
New Update
irrfan khan, hiss

ইরফান খান 2020 সালে মারা যান। (ছবি: ইরফান/ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেতা দিব্যা দত্ত ইরফান খানের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়েই নানা কিছু উল্লেখ করেন। ইরফানকে দেখে প্রাথমিকভাবে বিস্মিত হওয়া থেকে শেষ পর্যন্ত একটি দৃশ্যের সময় তার প্রতি আক্রোশ অনুভব করা ইরফানের চোখে একটা মিষ্টি দুষ্টুমি অনুভব করেছিলেন দিব্যা।

Advertisment

দ্য লালানটপের সাথে একটি সাক্ষাত্কারে, দিব্যা বলেছিলেন, "দুবাই রিটার্ন ছিল ইরফানের সাথে আমার প্রথম ছবি। তথাকথিত, কাল্ট সিনেমা হিসেবেই এটিকে অভিহিত করতেন ইন্ডাস্ট্রির অনেকেই। ইরফান সেখানে এমন আচরণ করছিলেন, যেন চোখে মুখে একটা দুষ্টুমি। আর সেটাই বেশ অবাক করেছিল দিব্যাকে।

একটি দৃশ্যে অভিনয় করার কথা ব্যাখ্যা করতে গিয়েই অভিনেতা এমন কাণ্ড করেছিলেন যে, দিব্যা হকচকিয়ে যান। শুধু তাই নয়। সিনের বিপরীতে গিয়েও কাজ করেছিলেন তিনি। যেমন? দিব্যা বলেন, এমন একটা দৃশ্য ছিল যে ইরফান জল খাবেন, গ্লাসটা দিব্যাকে ফিরিয়ে দেবেন এবং তাঁর বাড়ি থেকে চলে যাবেন। কিন্তু ইরফান গ্লাসটা দিব্যাকে ফেরত দেননি। ফলেই হকচকিয়ে যান অভিনেত্রী। রেগে ওঠেন। দিব্যা গ্লাসটি ছিনিয়ে নিতে চাইলেও লাভ হয়নি। বরং আরও গ্রিপ শক্ত করেন ইরফান। আর এতেই দিব্যা পরিচালকের ওপর চিৎকার করে ওঠেন। কিন্তু ইরফান তাঁকে এও বলেছিলেন, কিছু তো আছে তোমার মধ্যে নইলে এখন অনেককিছু বদলে যেত।

অভিনেত্রী তখন একটি সময়ের কথা স্মরণ করেন যখন ইরফান নার্ভাস ছিলেন। 'হিস' সিনেমার শুটিংয়ের সময় ইরফান এবং দিব্যার একটি চুম্বন দৃশ্য ছিল। তিনি বলেন, "ও লাজুক ছিল এবং আমাদের একটি চুম্বন দৃশ্য ছিল। আমি আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম ইরফান কোথায়, বললো 'সে ছাদে আছে'। প্রথমবারের মতো আমি তাকে দেখে খুব খুশি হয়েছিলাম কারণ সে নার্ভাস ছিল।"

প্রায় দুই বছর নিউরোএন্ডোক্রাইন টিউমারের সাথে লড়াই করার পর, ইরফান খান ২০২০ সালে মারা যান।

bollywood Irrfan Khan Entertainment News
Advertisment