Advertisment
Presenting Partner
Desktop GIF

ভূমিকম্প দেখে 'আনন্দ-উল্লাস' দিব্যাঙ্কার! কপালে জুটল 'নির্লজ্জ' তকমা, ভয়ঙ্কর নিন্দা নেটপাড়ায়

জীবনে প্রথমবার ভূমিকম্প দেখেই উচ্ছ্বাস প্রকাশ অভিনেত্রীর!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Divyanka Tripathi, Divyanka Tripathi trolled, Delhi earthquake, earthquake news, Hindi Television, actress Divyanka Tripathi, দিব্যাঙ্কা ত্রিপাঠি, দিল্লি ভূমিকম্প, হিন্দি টেলিভিশন, টেলিভিশনের খবর, বলিউডের খবর

দিব্যাঙ্কা ত্রিপাঠি

ভূমিকম্পের জেরে যেখানে ভয়ে থরহরিকম্প পরিস্থিতি সাধারণ মানুষের। বাড়ি ছেড়ে রাস্তায়, খোলা আকাশের নিচে হুড়মুড়িয়ে প্রাণ বাঁচাতে ব্যস্ত , সেখানে কিনা এই বিপর্যয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ দিব্যাঙ্কা ত্রিপাঠির! ছেড়ে কথা বলল না নেটপাড়া। টেলি-অভিনেত্রীর মন্তব্য নিয়ে নিন্দার ঝড়।

Advertisment

প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী। অভিনয় কেরিয়ারে একাধিক হিট সিরিয়াল তাঁর কাজের তালিকায়। রিয়ালিটি শোয়ের ক্ষেত্রেও দিব্যাঙ্কা নাম-ডাক কম নয়। সেই টেলিনায়িকাই কিনা ভূমিকম্প নিয়ে মন্তব্য করে বসলেন!

গত মঙ্গলবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ। যার উৎসস্থল আফগানিস্তান সংলগ্ন হিন্দুকুশ এলাকায়। রিখটার স্কেলে সেই ভূকম্পনের মাত্রা উত্তর ভারতের ক্ষেত্রে দাঁড়িয়েছিল ৬.৬। কোনওরকম হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক গ্রাস করেছিল দিল্লিবাসীকে। তবে আফগানিস্তানে মৃত্যু হয় ১১জনের। আর জখম হন শতাধিক। আর সেদিন ভূমিকম্প অনুভব করতে পেরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বসেন দিব্যাঙ্কা ত্রিপাঠী।

<আরও পড়ুন: নারীপাচার চক্রের মূল কাণ্ডারী শ্রাবন্তী! গোপনেই বেনারসের বিধবা আশ্রমে.. কী কাণ্ড!>

ইনস্টাগ্রাম পোস্টে ভূমিকম্পের সাক্ষী থাকার ভিডিও পোস্ট করে হাসিমুখে দিব্যাঙ্কা বলেন, "আচ্ছা, এটা খুব উত্তেজনাপূর্ণ মুহূর্ত। জীবনে প্রথমবার ভূমিকম্প চাক্ষুস করলাম। কেমন অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। চণ্ডীগড়ে পাড়ার সমস্ত লোকজন বাড়ি ছেড়ে নিচে চলে এসেছে। প্রচণ্ড উত্তেজনাপূর্ণ..। তবে এই অনুভূতি এখনকার জন্য, যতক্ষণ না বাড়াবাড়ি ঘটছে। তাই না সোনা (স্বামী বিবেকের দিকে ইশারা করে)?" ব্যস, সেই ভিডিও ছড়িয়ে পড়তেই রক্ষে নেই। নিন্দার ঝড়!

দিব্যাঙ্কাকে ট্রোল করতে ছাড়ল না নেটপাড়া। তাঁদের মন্তব্য, "কীরকম নির্লজ্জ!" কেউ বা আবার বললেন, "মারাত্মকরকমের অসংবেদনশীল মন্তব্য..।"

earthquake bollywood Bollywood News Entertainment News
Advertisment