তখন তাঁদেরকে সহজ ভাষায় স্টারকিড বলা হতো না। কিন্তু, এই ইন্ডাস্ট্রির একজন মানুষের পুত্র হওয়ার সুবাদে যথেষ্ট পরিচিত ছিল তাঁর? কিন্তু আজ যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন তাতে তাঁকে চিনতে পারা যাচ্ছে কি? নিজেই দেখালেন সেসব ছবি।
বাবার কোলে বসে রয়েছেন টলিপাড়ার এই মহারথী। কোনও ছবিতে তাঁকে দেখা যাচ্ছে তিনি বাবার কোলে বসে আছেন, আবার কোনোটা সাইকেলে বসে রয়েছেন। আবার একটু বড় হওয়ার পর বাবার সঙ্গে বসে কোল্ড ড্রিংক খাচ্ছেন তিনি। বাবার সঙ্গে যে ছোটবেলা থেকেই মিষ্টি একটা সম্পর্ক, সেকথা বোঝাই যাচ্ছে। আর আজ বাবার জন্মদিনে সেরকম সুন্দর কিছু ছবির সঙ্গে সুন্দর একটি বার্তা পর্যন্ত দিলেন তিনি।
তিনি সেইসব ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে লিখছেন, "শুভ জন্মদিন বাপি। ভালো থেকো, সুস্থ থেকো। তোমার আশীর্বাদ আমার সবচেয়ে বড় শক্তি। প্রণাম নেবেন।" আর এই ছবিগুলো কার জানা আছে? ছবির এই ছোট্ট ছেলেটা শেষ তিন প্রজন্মের কাছে তারকা এবং বাংলা ছবির সুপারস্টার। তিনি আর কেউ না, বরং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অর্থাৎ, বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনেই তিনি এসব ছবি পোস্ট করেছেন।
এধরনের ছবি পোস্ট করতে তাঁকে আগে দেখা যায়নি। সাধারণত মায়ের সঙ্গেই বেশি ছবি পোস্ট করেছেন। কিন্তু বাবার সঙ্গে তাঁর এই ছবি দেখে মন মজেছে ভক্তদের। তাঁর সঙ্গে সঙ্গে আরেক বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়েদেরি ভালবাসা জানিয়েছেন এই ছবিতে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি নিজের অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করেছেন অনেক মানুষকে। টলিপাড়ার সঙ্গে সঙ্গে বলিউডের নানা প্রজেক্টে তাঁকে দেখা গিয়েছিল। শেষ দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের অযোগ্য ছবিতে। ঋতুপর্ণার সঙ্গে সেটি তাঁর ৫০তম ছবি।